ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

সুজানগরে টিএমএসএসের বিরুদ্ধে ঋণ জালিয়াতির অভিযোগ


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৭-১২-২০২১ বিকাল ৫:২৪

পাবনার সুজানগরে টিএমএসএসের বিরুদ্ধে ঋণ জালিয়াতের অভিযোগ উঠেছে। পাবনা জেলা প্রশাসক বরাবর এক ক্ষুদ্র ব্যবসায়ী এনজিও টিএমএসএসের বিরুদ্ধে ঋণ জালিয়াতির লিখিত অভিযোগ করেছেন। গ্রাহক হাফিজা খাতুনের মৃত্যুর পর তার অভিভাবককে (স্বামী) সদস্য দেখিয়ে কাগজপত্র সংশোধন করেন এনজিওটির কর্মকর্তারা। সঞ্চয় আমানত ও ঋণের পাসবই সংশোধন করতে ভুলে গেছি মর্মে টিএমএসএমের ম্যানেজার এখন সাফাই গাচ্ছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলার আত্রাইশুকা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী রুহুল আমীনের স্ত্রী হাফিজা খাতুন জেলার সুজানগর উপজেলার দুলাই শাখার টিএমএসএসের সদস্য হন ৭ বছর পূর্বে। এ সময়ে তিনি বিভিন্ন সময় ৪ বার কিস্তি গ্রহণ করেন এনজিওটি থেকে। সর্বশেষ ২০১৯ সালের ২৬ ডিসেম্বর হাফিজা খাতুনের নামে ১ ল‍াখ ৫০ হাজার টাকা ঋণ প্রদান করেন টিএমএসএস দুলাই শাখা। এনজিওটি ঋণের টাকা প্রদানের পূর্বে গ্রাহক হাফিজা খাতুনের স্বামীর নামীয় চেকবইয়ের সাদা পাতা জামানত হিসেবে গ্রহণ করে। সঞ্চয় আমানত ও ঋণের পাসবইয়ে গ্রাহকের নাম হাফিজা খাতুন ও অভিভাবক হিসেবে স্বামী রুহুল আমীনের নাম ব্যবহার করে পাসবই প্রদান করে এনজিওটি।

২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি গ্রাহক হাফিজা খাতুন দুই কিস্তি পরিশোধ করে অসুস্থতাজনিত কারণে মারা গেলে এনজিওর কাছে থাকা কাগজপত্র জালিয়াতির মাধ্যমে গ্রাহকের নাম পরিবর্তন হয়ে রুহুল আমীন করা হয়। এ ঘটনায় বাধা হয়ে দাঁড়ায় টিএমএসএসের দেয়া সঞ্চয় আমানত ও ঋণের পাসবই,  যেখানে গ্রাহক রয়েছে হাফিজা খাতুন ও অভিভাবক হিসেবে রুহুল আমীনের নাম ব্যবহার করা হয়েছে।

এদিকে গত ৫ ডিসেম্বর পাবনা জেলা প্রশাসক বরাবর টিএমএসএসের দুলাই শাখার বিরুদ্ধে ঋণ জালিয়াতের অভিযোগ করেছেন রুহুল আমীন।

রুহুল আমীন জানান, এনজিওটি প্রতি ঋণের সময় সাদা চেকের পাতা গ্রহণ করত। আমার স্ত্রী মৃত্যুর পর সংশ্লিষ্ট কর্মী ও ম্যানেজার পরস্পর যোগসাজেশে জালিয়াতির মাধ্যমে অভিভাবক থেকে আমাকে গ্রাহক বানিয়ে ঋণের টাকার জন্য চাপ দিয়ে আসছে। তারা আমার স্ত্রীর নামে বীমা, ডিপিএস ও সঞ্চয়ের টাকা নিয়মিত জমা গ্রহণ করত।

টিএমএসএসের দুলাই শাখার ম্যানেজার শামসুল আলম জানান, হাফিজা খাতুন অসুস্থ হলে আমরা যাবতীয় কাগজপত্রে তার স্বামী রুহুল আমীনকে গ্রাহক করি। সঞ্চয় আমানত ও ঋণের পাসবইয়ে ভুলক্রমে নাম পরিবর্তন করা হয়নি। ওই গ্রাহককে নতুন বই দেয়া উচিত ছিল বলে ম্যানেজার জানান।

এমএসএম / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত