ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

অজান্তেই পর্ন সিনেমার শ্যুটিং করেন মডেলরা!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-১২-২০২১ দুপুর ১:২৫

মডেল ও অভিনেত্রীদের মধ্যে অনেকেই নাকি না জেনেই এডাল্ট সিনেমা বা পর্ন সিনেমায় অভিনয় করে ফেলেন। এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার অভিযোগ করেছেন প্রাক্তন মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড এবং ইউনিভার্স পরী পাসোয়ান। 

সম্প্রতি তিনি জানিয়েছেন, "বলিউডের আতুরঘর মুম্বাই। অসংখ্য প্রযোজনা সংস্থার দফতর সেখানে। কারা কী সিনেমা করছেন, তার হিসাব রাখা কঠিন ব্যপার।  তাই ভুল করে ফেলেন অনেকেই। এই পরিস্থিতিতে যারাই একটু অসচেতন তাদের দিয়েই সুযোগ নেয় কিছু চক্র। যারা মুম্বাইয়ে বসেই পর্ন সিনেমার ব্যবসা চালান।"

সম্প্রতি বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার পর্ন বাননোর কথা সবার সামনে আসার পর পরী জানান রাজের প্রযোজনা সংস্থারই নাকি শিকার হয়েছিলেন তিনি।তার অভিযোগ, তার অজান্তেই তাকে দিয়ে পর্ন সিনেমার শ্যুটিং করানো হয়েছিল। তিনি নিজে অবশ্য রাজ কুন্দ্রার সংস্থার নাম করেননি। তবে বলেছেন, কাজের জন্য ডাক পেয়ে মুম্বাইয়ের একটি প্রযোজনা সংস্থার দফতরেই ভয়াবহ অভিজ্ঞতা হয় তার।

পরী জানিয়েছেন, সাক্ষাৎকারের আগে তাকে পানীয় দেওয়া হয় প্রযোজনা সংস্থার দফতরে। তারপরের বেশ কয়েক ঘণ্টার কথা আর মনে নেই তার। তবে ঠিক কী হয়েছিল, তা মনে করতে না পারলেও তার সঙ্গে যে মারাত্মক খারাপ কিছু হয়েছে তা বুঝতে পেরেছিলেন পরী। বিষয়টি বুঝে তিনি পরের দিনই স্থানীয় থানায় ঘটনাটি জানান এবং ওই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করেছিলেন। 

তবে ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ভাইরাল হয়ে গিয়েছে পরীর আপত্তিকর ভিডিও।

প্রীতি / প্রীতি

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা

জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা