ঢাকা বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

পাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১২-২০২১ বিকাল ৫:৪৪

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শোক ও শ্রদ্ধায় স্মরণ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী ও রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম স্বাধীনতা চত্বরে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ সময় আরো শ্রদ্ধা জ্ঞাপন করে- প্রক্টর অফিস, ছাত্র উপদেষ্টা দপ্তর, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন, শেখ হাসিনা হল প্রশাসন, পরিবহন পুল, ব্যবসায় প্রশাসন বিভাগ, ইইই বিভাগ, গণিত বিভাগ, বাংলা বিভাগ, অর্থনীতি বিভাগ, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগ, ইংরেজি বিভাগ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, রসায়ন পরিবার, পদার্থ বিজ্ঞান সমিতি, লোকপ্রশাসন সমিতি, ভূগোল ও পরিবেশ সমিতি, সিভিল ইঞ্জিনিয়ারিং সমিতি, আইসিই অ্যাসোসিয়েশন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তর, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী পরিষদ, রোভার স্কাউটস গ্রুপসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধা জ্ঞাপন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, পরিবহন প্রশাসক, গেস্ট হাউস প্রশাসক, বিভাগীয় চেয়ারম্যানগণ, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ্।

ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে বেলা ১১টায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝতে পারে তারা পরাজয় বরণ করতে যাচ্ছে, তখন এ দেশের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে হত্যায় মেতে ওঠে। বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই বিজয়ের প্রাক্কালে এ দেশীয় রাজাকার, আলবদর, আলশামসদের সহযোগিতায় ঘৃণ্য এ হত্যাকাণ্ড চালায়। বুদ্ধিজীবীদের হত্যাকারী যারা বিদেশে পালিয়ে আছে, তাদের দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তিনি সরকারের কাছে আহ্বান জানান।

অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন- প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল আলম, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার ব্রহ্ম, শেখ হাসিনা হলের প্রভোস্ট লায়লা আরজুমান্দ বানু, সহযোগী অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন, সেকশন অফিসার ওলিউল্লাহ। আলোচনা সভা সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. রওশন ইয়াজদানী।

বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এমএসএম / জামান

‎এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়

শালিখায় ইটভাটার দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইলে জামায়াতের নারী কর্মী লাঞ্ছিত: রাজপথে বিশাল বিক্ষোভ ও মানববন্ধন

আক্কেলপুরে দেশীয় খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা সৈয়দ গ্রেপ্তার

প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন

মোহনগঞ্জে সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: জনসমুদ্রে নির্বাচনি অঙ্গীকারে মুখর সার্কিট হাউজ মাঠ

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যুবকদেরকে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে

টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

চা -শিল্প রক্ষার দাবিতে শ্রীমঙ্গলে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন