ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

পাইকগাছায় লম্পট মালিকের লালসার শিকার হয়ে শিশু শ্রমিক অন্তঃসত্বা


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২০-১২-২০২১ দুপুর ১১:৫২

 শিকার হয়ে শিশু শ্রমিক অন্তঃসত্বা হয়েছে। ঘটনাটি ঘটেছে পাইকগাছার নগরশ্রীরামপুর গ্রামে। ভিকটিম একই গ্রামের দিনমুজুর রেজাউল গাজীর মেয়ে। উপজেলার কপিলমুনি নিউ স’মিল মালিক মো. বখতিয়ার রহমানের (৫০) স'মিলে কয়েক বছর ধরে শিশুটি (বয়স ১২) সন্ধ্যার পর এসে মিলে পরিস্কার পরিচ্ছন্ন করতো। এসময় বখতিয়ার প্রায় সময় তার গায়ে হাত দিলেও ছোট বলে কর্মরত অন্যান্য শ্রমিকরা খেয়াল করতো না। শিশুটির শারীরিক পরিবর্তন হলে জানা যায় সে ৫ মাসের অন্তসত্ত্বা হয়েছে। ইতিমধ্যেই সামাজিক লোকলজ্জার ভয়ে শিশু কন্যাকে নিয়ে তার মা গত কয়েকদিন আগে বাড়ী ছেড়ে চলে গেছে। সোমবার  সরেজমিনে গিয়ে স’মিলটি বন্ধ পাওয়া যায়। মিলের কাঠ মিস্ত্রী, ব্যবসায়ী ও জমির মালিক মিঠুন, মোস্তাফা সরদার, মনিরুল ইসলাম মনি ও মফিজুল ইসলাম জানান, কয়েক বছর ধরে শিশুটি সন্ধ্যার পর এসে মিলে পরিস্কার পরিচ্ছন্ন করতো। বখতিয়ার প্রায় সময় তার গায়ে হাত দিলেও ছোট বলে তারা কিছু বলতো না। শারীরিক পরিবর্তনের কারণে কয়েক দিন আগে অন্ত:সত্ত্বা হওয়া বিষয়টি জানাজানি হয়। এদিকে বিষয়টি ধামাচাপা ও কতিপয় ব্যক্তিদের ম্যানেজ করতে লক্ষ টাবার মিশন নিয়ে মাঠে নেমেছে ধর্ষক। বাচ্চা নষ্ট করার জন্য একাধিক চিকিৎসকের নিকট চেষ্টা করে সফল হয়নি। কিন্তু বয়স কম থাকায় স্থানীয় কোনো চিকিৎসক দ্বারা উদ্দেশ্য হাসিল করতে পারেনি বলে স্থানীয় কয়েক জন জানান। কোনো উপায় না পেয়ে বখতিয়ার গা ঢাকা দিয়েছে। দু’স্তানের জনক বখতিয়ার স্ত্রী ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকুরি সূত্রে সেখানে বসবাস করে। স্বামীর এমন খবরে দু’দিন আগে কপিলমুনির ভাড়া বাড়িতে উঠেছে। এ ব্যাপারে বক্তব্য নিতে বখতিয়ার রহমানের ফোন নম্বর বন্ধ খাকার বার বার চেষ্টা করেও পাওয়া যায়নি। জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য মুজাহিদ হাজরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। পাইকগাছা থানার ওসি জানান, এখনো কেউ অভিযোগ করেনি। আমাদের কাছে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন'র উদ্যেগে চারা বিতরন

সভাপতির পদত্যাগ ও অধ্যক্ষের দূর্নীতির বিচার দাবিতে মানববন্ধন

বাদীর হাতে খুন বিবাদী

বিজয়ী হলে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবেঃ শাহজাহান ইসলামাবাদী

চাঁদপুর মেডিকেলে এই প্রথম বৈজ্ঞানিক সম্মেলন ও বিজ্ঞান মেলা

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করণে বাঁশখালীতে পুলিশের মতবিনিময়

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

অযৌক্তিক ৩ দফা দাবির প্রতিবাদে পটুয়াখালীতে কারিগরি ছাত্র অধিকার পরিষদের 'লাল অঙ্গীকার' কর্মসূচি পালিত

কুড়িগ্রামেনদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত

আদমদীঘি আইপিজে পাইলট উচ্চবিদ্যালয়ের খন্ডকালিন শিক্ষক-কর্মচারিদের মানবেতর জীবনযাপন

বেনাপোলে ঘোষণাবর্হিভূত মটরপার্টসের চালান জব্দ

শিবচরে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দোষীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

হাতিয়ায় জলদস্যুদের আক্রমণে ডুবে যাওয়া ট্রলারের ১৮ জেলে জীবিত উদ্ধার