পাবনা গণপূর্ত অফিসে আওয়ামী ঠিকাদারদের অস্ত্রের মহড়া ভাইরাল

আওয়ামী লীগের একদল ঠিকাদার দলবেঁধে অস্ত্র হাতে অফিসে প্রবেশ করায় আতঙ্কিত হওয়ার কথা জানিয়েছেন ওই কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। তারা বলেন, ‘সশস্ত্র অবস্থায় যখন কেউ অফিসে ঢোকে তখন আমরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ি। ভয়ে কথা বলতে পারছিলাম না। তারা বিভিন্ন রুমে মহড়া দিতে থকে। এ সময় নির্বাহী প্রকৌশলী অফিসের কাজে বাইরে ছিলেন।‘
পাবনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ইঞ্জি. আনোয়ার আজিম জানান, ওই দিন তিনি অফিসের কাজে বাইরে ছিলেন। তার সাথে তাদের দেখা হয়নি। সিসিটিভি ফুটেজে যারা অফিসে সশস্ত্র অবস্থায় ঢুকেছিল তারা অফিসের ঠিকাদার। তবে তারা অফিসের কারো সাথে কোনো ধরনের অশ্লীল বা খারাপ ব্যবহার করেনি।
তবে ক্ষমতাসীন দলের ওই নেতারা লাইসেন্স করা অস্ত্র নিয়ে ওই দপ্তরে যাওয়ার কথা স্বীকার করে বলছেন, তাদের ‘ভুল’ হয়েছে। গত ৬ জুন এই ঘটনা ঘটলেও সিসি ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও প্রকাশ হয়। বিষয়টি সমালোচনার সৃষ্টি করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, অনেক সময় প্রভাব বলয় তৈরি করে বিভিন্ন কাজের দরপত্র নিজেদের আয়ত্তে নিতে চেষ্টা করেন ক্ষমতাসীন দলের ঠিকাদার নেতারা।
জানা গেছে, গত ৬ জুন দুপুর ১২টার দিকে সদর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক হোসেন কয়েকজনকে সঙ্গে নিয়ে পূর্ত ভবনে ঢুকছেন। তার পেছনে শটগান হাতে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ আর খান মামুন এবং জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ লালু।
নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম বলেন, ঘটনার সময় আমি অফিসের বাইরে ছিলাম। তবে সিসিটিভি ফুটেজে অস্ত্র হাতে অনেকে এসেছে দেখেছি। তারা আমাকে সরাসরি বা ফোনে কোনো হুমকি দেয়নি। কথাও হয়নি। তারা অন্য কাজে যাচ্ছিল। যাওয়ার পথে আমাদের সাথে দেখা করতে এসেছিল। অস্ত্র নিয়ে হুমকি-ধমকির কোনো বিষয় এখানে ঘটেনি। তাই আমরা লিখিত অভিযোগ করিনি।
গণপূর্ত বিভাগে যাওয়ার বিষয়ে আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, আমি গণপূর্ত বিভাগের ঠিকাদার নই। বিল সংক্রান্ত বিষয়ে কথা বলতে মামুন ও লালু আমাকে সেখানে নিয়ে গিয়েছিল। তবে এভাবে যাওয়া আমাদের উচিত হয়নি।
এ আর খান মামুন বলেন, নিরাপত্তার স্বার্থে বৈধ অস্ত্র নিয়ে আমি ব্যবসায়িক কাজে ইটভাটায় যাচ্ছিলাম। পথে নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিমের সঙ্গে কথা বলতে গণপূর্ত বিভাগে যাই। কিন্তু তিনি না থাকায় আমরা ফিরে আসি। তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে অস্ত্র প্রদর্শন করা হয়নি। প্রতিপক্ষ ঠিকাদাররা বিষয়টিকে অন্যদিকে নেয়ার চেষ্টা করছে। এরপরও আইনের প্রতি সম্মান জানিয়ে অস্ত্র দুটি পাবনা সদর থানায় জমা দিয়েছি।
একই ধরনের কথা বলেছেন যুবলীগ নেতা শেখ লালু। তিনি বলেন, ভুলবশত আমরা অস্ত্র নিয়ে অফিসে ঢুকে পড়েছিলাম।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) স্নিগ্ধ আখতার জানান, বিষয়টি তারা শুনেছেন। কেউ অফিসিয়ালি অভিযোগ করেননি। তবে অস্ত্র দুটি তারা সদর থানায় জমা দিয়ে ভুল স্বীকার করেছেন বলে সদর থানার ওসি তাকে জানিয়েছেন।
পাবনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু জানান, বিষয়টি জানার পরপরই তারা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের ডেকে জিজ্ঞাসা করেছেন। তারা তাদের জানিয়েছেন নিজস্ব নিরাপত্তার কারণেই সাথে অস্ত্র নিয়েছিলেন। কোনো মহড়া বা হুমকির জন্য নয়। তারপরও আইনশৃংখলা বাহিনী তদন্ত করে দোষ পেলে আইনগত ব্যবস্থা নেবে। এতে তাদের কোনো আপত্তি থাকবে না।
সরকারী দলের পোস্টধারী নেতাদের এভাবে অস্ত্র নিয়ে সরকারি অফিসে মহড়া দেয়ার বিষয়টি ভালো চোখে দেখছেন না পাবনার সচেতন মহল। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, এটা ভালো লক্ষণ বহন করে না। অভিযুক্ত হাজী ফারুকের বিরুদ্ধে এর আগেও ট্রেজারি অফিসে গিয়ে অনৈতিক আচরণ ও কর্মকর্তাদের মারধরের অভিযোগ রয়েছে। বিষয়টি শক্ত হাতে দেখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অস্ত্র আইনের শর্ত ভঙ্গ হয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া কেউ আইনের ঊর্ধ্বে নয়।
এমএসএম / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান
