সাকিবের যত শৃঙ্খলাভঙ্গ
গ্রাউন্ডস্টাফের ওপর ক্ষোভ
অক্টোবর, ২০১০
বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে চলছিল তখন। একজন গ্রাউন্ডস্টাফ সাইটস্ট্ক্রিনের সামনে হাঁটাচলা করায় তাকে ব্যাট দিয়ে মারার ভঙ্গি দেখান সাকিব। এ ঘটনায় ম্যাচ রেফারি তাকে ওয়ার্নিং দেন, তবে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
দর্শকের প্রতি অশালীন ভঙ্গিমা
মার্চ, ২০১১
২০১১ বিশ্বকাপে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের সময় শেরেবাংলা স্টেডিয়ামের গ্র্যান্ডস্টান্ডে থাকা দর্শকদের দিকে অশালীনভাবে মধ্যমা আঙুল দেখান সাকিব। এই ঘটনায়ও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে কয়েকটি সংবাদমাধ্যমে ছবিটি প্রকাশ হলে তুমুল সমালোচিত হন তিনি।
টিভি সম্প্রচারে অশালীন ভঙ্গি
ফেব্রুয়ারি, ২০১৪
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেতে টিভি সম্প্রচারের ক্যামেরা ড্রেসিংরুমের দিকে তাক করা হলে অশ্নীল ও কুরুচিপূর্ণ ভঙ্গিমা করেন সাকিব। সরাসরি সম্প্রচারে এমন কাণ্ড ঘটানোয় তাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও তিন লাখ টাকা জরিমানা করা হয়।
দর্শককে পেটানো
ফেব্রুয়ারি, ২০১৪
বাংলাদেশ-ভারত ম্যাচে তখন বৃষ্টি আসায় খেলা বন্ধ। ওই সময় ড্রেসিংরুম থেকে বেরিয়ে এক দর্শককে পেটানোর অভিযোগ আসে সাকিবের নামে। স্ত্রী শিশির টিজিংয়ের শিকার হওয়ায় ড্রেসিংরুম থেকে বেরিয়েছেন বলে স্বীকার করেন সাকিব, তবে পেটানোর কথা অস্বীকার করেন।
কোচকে এসএমএস
জুলাই, ২০১৪
ঢাকায় জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছিল তাকে, কিন্তু সাকিব যেতে চাচ্ছিলেন সিপিএল খেলতে ক্যারিবিয়ান অঞ্চলে। লন্ডনে ট্রানজিটে থাকা অবস্থায় সাকিব জাতীয় দলের নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে এসএমএস করে জানান, ক্যাম্পে যোগদানের বদলে বরং আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেবেন তিনি। কোচের সঙ্গে 'গুরুতর অসদাচরণে'র কারণ দেখিয়ে বিসিবি তাকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করে। যদিও পরে তা তিন মাস কমিয়ে দেওয়া হয়।
আম্পায়ারের সঙ্গে ঝামেলা
নভেম্বর, ২০১৫
বিপিএলের একটি ম্যাচে আম্পায়ার তানভীর আহমেদ এলবির আবেদনে সাড়া না দিলে মুখের ওপর ক্রুদ্ধ আচরণ করেন সাকিব। এ ঘটনায় তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ওয়াক আউটের হুমকি
মার্চ, ২০১৮
নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শেষ ওভারে আম্পায়ারের নো বল না দেওয়া নিয়ে ক্ষেপে যান সাকিব। মাঠে থাকা মাহমুদুল্লাহকে খেলা ছেড়ে বেরিয়ে আসতে বলেন। ওই দিন খেলার পর বাংলাদেশ ড্রেসিংরুমের গ্লাসের দরজাও ভাঙচুর হয়, যে কাণ্ডে সাকিবও ছিলেন বলে জানা যায়। এ ঘটনায় সাকিব পরে ক্ষমা চান।
আইসিসির নিষেধাজ্ঞা
অক্টোবর, ২০১৯
জুয়াড়ির প্রস্তাব গোপন করার দায়ে আইসিসি তাকে দুই বছরের জন্য (এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা) সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে।
কফিল / কফিল
সিরিজ বাঁচানোর ম্যাচে ফিরছেন জাকের, একাদশে কারা থাকছেন?
গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
প্রথমবার জাতীয় লিগে চট্টগ্রামের ‘রহস্য’ স্পিনার রুবেল
কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক
শ্রীলঙ্কার কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ
এল ক্লাসিকো জয়ের পরই দুঃসংবাদ দিলো রিয়াল
বৃষ্টি ভাসিয়ে দিল বাংলাদেশ-ভারত ম্যাচ
অ্যাশেজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন অজি তারকা
আরচ্যারি থাকছে জাতীয় স্টেডিয়ামেও
বাংলাদেশের টেস্ট অধিনায়ক হওয়ার প্রশ্নে যা বললেন লিটন
এল ক্লাসিকো : উত্তাপ ছড়িয়ে মাঠে নামছে রিয়াল-বার্সা