ঢাকা বৃহষ্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

জুড়ীতে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের ওপর হামলার অভিযোগ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৪-৬-২০২১ দুপুর ১২:২৫

মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের গাড়িতে হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে জুড়ী বাজারের বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। 

জানা গেছে, রোববার রাতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন তার মা-বাবাসহ ঢাকা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৮টার দিকে জুড়ী বাজারের বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছামাত্র যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদের নেতৃত্বে তার গাড়ি ঘিরে ফেলেন ছাত্রলীগের একাংশের কিছু কর্মী। এ সময় তারা জাকিরের গাড়িতে হামলার চেষ্টা চালান। এমন পরিস্থিতিতে আশপাশের লোকজন এগিয়ে এলে ছাত্রলীগের একাংশের কর্মীরা সরে যান। ঘটনার খবর পেয়ে জাকির হোসাইনের সমর্থক ছাত্রলীগের নেতাকর্মীরা জুড়ী বাজারে শোডাউন করেন এবং যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদের বাড়িতে হামলা করেন।

এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে সিলেটসহ সারাদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। ঘটনার খবর পেয়ে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউছার দস্তগীর, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

হামলার পর ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রতিবাদ জানিয়ে লেখেন, ছি!! ভাবতেই ঘৃণা লাগছে, বাড়ি থেকে ঢাকা যাচ্ছি আমার সাথে আমার বাবা-মা আছেন।আমার কোনো শত্রুর বাবা-মার সামনেও যেন এরকম কিছু না ঘটে। এটাই কি তাহলে রাজনীতি!!!!!

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন জানান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদের নেতৃত্বে আমার গাড়িতে হামলার চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এগিয়ে এসে আমাদের রক্ষা করেন। 

অভিযোগের বিষয়ে যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদ বলেন, গতকাল রাত ৮টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ঢাকা যাওয়ার পথে জুড়ী বাজারে তার ওপর আমার নেতৃত্বে হামলা হয়েছে- এটা সম্পূর্ণ মনগড়া, মিথ্যা ও বানোয়াট। একটি স্বার্থন্বেষী মহল আমার রাজনৈতিক অবস্থানকে অবক্ষয় বিখণ্ডায়ন করার জন্য আমার বাড়িতে একদল সন্ত্রাসী ৩০-৪০ টি হোন্ডা নিয়ে এসে ইট-পাথর নিক্ষেপ করে এবং গুলি করে পালিয়ে যায়। একটা প্রপাগন্ডা মিথ্যা খবর প্রচারিত করছে।

জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

এমএসএম / জামান

জুড়ী মডেল একাডেমিতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

তারাগঞ্জে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নেত্রকোনায় নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া-তার পরও ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান

বাউফলে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির কোরআন খতম ও দোয়া

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এবি পার্টির প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর গভীর শোক

চাঁদপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় হাজারো মানুষের ঢল

মোহনগঞ্জে নিয়োগ ও বিএড সনদ সবই ভুয়া, ২২ বছর ধরে শিক্ষককতা করছেন নুরুজ্জামান

নাটোরের সিংড়ায় কচুরিপানার কবলে ৫ হাজার হেক্টর জমি

সরিষার বাম্পার ফলনের আশায় শিবচরের কৃষকরা

মানিকগঞ্জে রিতার বাড়ি ভাংচুর মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে নতুন পেশেন্ট বেড প্রদান করলো পৌরসভা

চাঁদপুরে সংবাদ প্রকাশের পরও মাদকের ভয়াবহতা কমেনি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কোটালীপাড়ায়, বিপর্যস্ত জনপদ