ভ্যাট ফাঁকির ১৩ কোটি ৩০ লাখ টাকা জমা দিল বিএসআরএম

ভ্যাট ফাঁকির প্রায় ১৩ কোটি ৩০ লাখ টাকা জমা দিয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম)। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এ অর্থ জমা দেয় প্রতিষ্ঠানটি। এর আগে তিন বছরের নথিপত্রে ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়ায় বিএসআরএমের বিরুদ্ধে ভ্যাট আইনে দুটি মামলা দায়ের হয়।
বিষয়টি নিশ্চিত করে ভ্যাট গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, তদন্তকালে বিএসআরএমকে আত্মপক্ষ সমর্থনে একাধিকবার পর্যাপ্ত সময় দেয়া হয়েছিল। এরপর তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে মামলা করা হয়। প্রতিষ্ঠানটি ভুল স্বীকার করে অপরিশোধিত মূসক বাবদ সমুদয় রাজস্ব স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় সরকারি কোষাগারে জমা দিয়ে ভ্যাট গোয়েন্দা অধিদফতরকে জানায়। তদন্তে উদ্ঘাটন হওয়া পরিহারকৃত সমুদয় ভ্যাট আদায় হওয়ায় মামলা দুটি নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট কার্যালয়ে পাঠানো হয়েছে।
জানা যায়, বিএসআরএম গ্রুপের স্টেইনলেস স্টিল পণ্য উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে প্রায় ১৩ কোটি ৩০ লাখ টাকার অপরিশোধিত ভ্যাটের তথ্য উদ্ঘাটন করে ভ্যাট গোয়েন্দা। প্রতিষ্ঠান দুটি হলো- বিএসআরএম স্টিল মিলস লিমিটেড ও বিএসআরএম স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।
বিএসআরএম স্টিল মিলস লিমিটেডের ২০১৬ সালের জুলাই থেকে ২০১৯ সালের জুন সময়কালের কার্যক্রম তদন্ত করা হয়। তদন্ত মেয়াদে বিভিন্ন সেবার বিপরীতে উৎসে ভ্যাট বাবদ ২১ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৯৮৩ টাকা প্রযোজ্য হলেও প্রতিষ্ঠানটি ৬ কোটি ৬১ লাখ ৯০ হাজার ২৯১ টাকার ভ্যাট পরিশোধ করেনি। এছাড়া স্থাপনার ভাড়া বাবদ ২৩ লাখ ৭৪ হাজার ৯০৯ টাকার ভ্যাটও ফাঁকি রয়েছে প্রতিষ্ঠানটির।
অন্যদিকে, বিএসআরএম স্টিল রি-রোলিং মিলস লিমিটেড একই সময়ে বিভিন্ন সেবার বিপরীতে উৎসে ভ্যাট বাবদ ২ কোটি ৯৬ লাখ ৭২ হাজার ১৬৭ টাকা, স্থান ও স্থাপনার ভাড়ার বিপরীতে ৭ লাখ ১৮ হাজার ছয় টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ রয়েছে। ভ্যাট ফাঁকি ও ২ শতাংশ সুদসহ মোট ১৩ কোটি ২৯ লাখ ৮৬ হাজার ৫৩২ টাকা আদায়যোগ্য ছিল। ফাঁকি দেওয়া ভ্যাটের অর্থ বৃহস্পতিবার জমা দিল বিএসআরএম।
ভ্যাট গোয়েন্দার উপ-পরিচালক মুনাওয়ার মুরসালীনের নেতৃত্বে একটি দল প্রতিষ্ঠান দুটির তদন্ত কার্যক্রম পরিচালনা করে।
জামান / জামান

শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্প গোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

পুলিশের জন্য কয়েকশ কোটি টাকায় ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে

ভোজ্যতেলের দাম লিটারে ১ টাকা বাড়ছে, আপত্তি ব্যবসায়ীদের

সাইফুজ্জামানের নামে আরও ৫ দেশে সম্পদের খোঁজ দুদকের

চালের দাম কমেছে, স্বস্তি ফেরেনি সবজি-পেঁয়াজে

পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হচ্ছে, বসছে প্রশাসক

বাণিজ্য ঘাটতি কমলে শুল্ক কমানোর আশ্বাস যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারির পর চলে যেতে হবে, মানুষের জন্য কিছু করে যেতে চাই

মেডিকেল ভর্তিতে অটোমেশন : বেসরকারি স্বাস্থ্য শিক্ষা সেক্টর ধ্বংসের ষড়যন্ত্র

মাছের দাম চড়া, ভরা মৌসুমেও ইলিশ অধরা

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

বরবটি-করলার সেঞ্চুরি, কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি
