ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

সাকিব ইস্যুতে মোহামেডানের সংবাদ সম্মেলন স্থগিত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪-৬-২০২১ দুপুর ১:৩৫

মাঠে সাকিব আল হাসানের অপ্রীতিকর এক কাণ্ড ঘিরে এখন সরগরম ক্রিকেটপাড়া। এর মধ্যে চলছে আবার নাটকের পর নাটক। শাস্তির বিষয়ে একবার খবর ছড়িয়ে পড়েছিল, চার ম্যাচের জন্য নিষিদ্ধ হচ্ছেন দেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার।

পরে আবার নিষেধাজ্ঞা ঘোষণার সময় দেখা গেল আরেক চিত্র। চার ম্যাচ নয়, তিন ম্যাচের নিষেধাজ্ঞা সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় মোহামেডান অধিনায়ককে।
গত ১২ জুন সেই নিষেধাজ্ঞা ঘোষণা নিয়ে হয়েছে আরও জলঘোলা। সেদিন জানানো হয়, সন্ধ্যায় সংবাদ সম্মেলন আয়োজন করবে ক্রিকেট কমিটি অব মেট্রোপলিস (সিসিডিএম), সেটা পরে আবার বাতিল কর হয়।

এরপর সাকিব ইস্যুতে আরেকটি সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় তার ক্লাব মোহামেডান। আজ (সোমবার) বিকেলে ক্লাব প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন করা হবে বলে মিডিয়াকে জানিয়েছিলেন মোহামেডানের ক্রিকেট কমিটির সভাপতি মাসুদুজ্জামান।

সেটি নিয়েও হলো নাটক। কিছুক্ষণ আগে মোহামেডান ক্রিকেট কমিটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়ে দেয়া হয়েছে, পূর্বনির্ধারিত এই সংবাদ সম্মেলন হচ্ছে না।

প্রথম সংবাদ সম্মেলনের বিজ্ঞপ্তিটাই ছিল খানিক অপরিষ্কার। বলা হয়েছিল, সাকিবের বিপক্ষে আনিত অভিযোগ, শাস্তি অন্যান্য বিষয়ে ক্লাবের অবস্থান জানানো হবে। যা পড়ে মনে হয়েছিল, সাকিব স্বশরীরে উপস্থিত থাকবেন ওই সংবাদ সম্মেলনে।

পরে ক্লাব সূত্রে জানানো হয়, সাকিব যেহেতু জৈব সুরক্ষা বলয়ে হোটেলে অবস্থান করছেন, তাই তিনি উপস্থিত থাকবেন না। তবে তার লিখিত বক্তব্য পাঠ করা হবে এবং সাকিব ইস্যুতে মোহামেডান ক্লাবের বক্তব্য উপস্থাপন করা হবে।

কিন্তু আজ বেলা এগারটার দিকে মোহামেডান ক্লাব থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে, অনিবার্য কারণবশত সংবাদ সম্মেলন স্থগিত করা হলো। কি সেই অনিবার্য কারণ? তা নিয়েই নানা গুঞ্জন, জল্পনা-কল্পনা।

এ ব্যাপারে মোহামেডান ক্রিকেট কর্তারাও স্পষ্ট করে কিছু বলেননি। তবে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, যেহেতু সাকিবের শাস্তি কার্যকর হয়ে গেছে এবং আজ যখন মতিঝিল ক্লাব ভবনে সংবাদ সম্মেলন হবে, ঠিক তখন বিকেএসপিতে মোহামেডানের ম্যাচ চলবে। সেখানেও কর্মকর্তাদের উপস্থিত থাকা জরুরী।

ব্রাদার্সের সাথে নিজেদের নবম খেলাটি মোহামেডানের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এ ম্যাচ জিতলে সুপার লিগ অনেকটাই নিশ্চিত হবে। তখন পরের দুই ম্যাচের একটি জিতলেই চলবে।

তাই গুরুত্বপূর্ণ খেলার সময়ে পুরো দল, টিম ম্যানেজমেন্ট ও কর্মকর্তাদের বিকেএসপিতে রেখে এ সংবাদ সম্মেলন করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। সর্বোপরি সাকিবের তিন ম্যাচ নিষেধাজ্ঞার দুই ম্যাচ আজ শেষ হয়ে যাবে। এখন আর তার শাস্তি মওকুফের দাবিতে সংবাদ সম্মেলন করে লাভ কি? এসব বিবেচনায়ই আসলে ক্লাব কর্তৃপক্ষ শেষ মুহূর্তে নির্ধারিত সংবাদ সম্মেলন স্থগিত করেছে।

কফিল / কফিল

চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে

রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ

উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল

সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে

ক্ষোভে নোয়াখালীর অনুশীলন রেখে সিলেট ছাড়ছেন সুজন-তালহা

‘বিশ্বকাপে আর্জেন্টিনার ভারসাম্যই বদলে দিতে পারেন মেসি’

ক্লাব কিনছেন দানি আলভেস

বিপিএলের আগেই ক্রিকেটারদের খুশি করল রংপুর, এখনো টাকা দেয়নি যারা

ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বস্তি রোনালদোর ক্লাবে

বড় ইনজুরির দুঃসংবাদ রেকর্ড ট্রান্সফারে আসা লিভারপুল তারকার

সৌদিতে লোহিত সাগর তীরে রোনালদোর দুই ভিলা

ক্রিকেটারদের বিরুদ্ধে সিরিজের মাঝে বেড়ানো, অতিরিক্ত মদ্যপানের অভিযোগ

উৎসব ও আনন্দের মাঝে পর্দা নামলো মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেট লিগের