ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

কনকনে শীতের মধ্যে উৎসবমুখর পরিবেশে বেড়ার ৯ ইউপিতে ভোটগ্রহণ শুরু


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৫-১-২০২২ দুপুর ১১:১০

পঞ্চম ধাপে কনকনে শীতের মধ্যে উৎসবমুখর পরিবেশে পাবনার বেড়া ‍উপজেলারর ৯ ইউপিতে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ সময়ের আগেই ভোটাররা ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন। হাড় কাঁপানো প্রচণ্ড শীতকে উপেক্ষা করে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে লাইনে দাঁড়াতে কুণ্ঠাবোধ করেননি।  

এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনী এলাকায় কোনো বহিরাগত দেখলেই আটক করা হবে বলে জানিয়েছেন  পাবনার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান। তিনি বলেছেন, নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকায় থাকবে। কোনো বহিরাগত দেখলেই পুলিশ আটক করবে। কাউকে কোনো ছাড় দেয়া হবে না। কোথায়ও বিশৃঙ্খলা হলে বা কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোরহস্তে নিয়ন্ত্রণ করা হবে। নির্বাচন উপলক্ষে বেড়ায় পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার মাহাম্মদ মহিবুল ইসলাম খান।

তিনি বলেন, ভোটকেন্দ্রে দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যরা প্রয়োজনে রোজা রাখবেন। তবুও কোনো প্রার্থীর দেয়া কিছু খাবেন না। নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার ব্যাপারে এটি কঠোরভাবে পালন করতে হবে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপারসহ (বেড়া সার্কেল) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বেড়া উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অপর ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং ৯টিতেই মেম্বর পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, এ উপজেলার নয়টি ইউনিয়নে ১ লাখ ৬৮ হাজার ৬৮৩ জন ভোটার ৯০টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। উপজেলার ইউনিয়নগুলো হলো- হাটুরিয়া-নাকালিয়া, কৈটোলা, চাকলা, নতুন ভারেঙ্গা, জাতসাকিনী, রূপপুর, ঢালারচর, পুরানোভারেঙ্গা এবং মাশুন্দিয়া ইউনিয়ন। তবে এর মধ্যে পুরানোভারেঙ্গা এবং মাশুন্দিয়া ইউপিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কেন্দ্র সংখ্যা ৯০টি। ৯টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৬৮ হাজার ৬৮৩। 

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার জানান, ৭টি ইউপিতেই সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটাররা আরাম-আয়েশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ  প্রত্যাশা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থ নেয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুস সবুর জানিয়েছেন। 

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ সংক্রান্ত) নির্বাচনী কার্যক্রম নিরাপত্তায় থাকবে বিপুলসংখ্যক পুলিশ, আনসার ও ভিডিপি, বিজিবি ছাড়াও র‌্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসারসহ ২১ জন করে নিয়োজিত থাকবেন। বিভিন্ন স্তরে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।

শাফিন / জামান

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন

গোপালগঞ্জ-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর প্রস্তাব জেলা প্রশাসকের

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত