পবিপ্রবিতে ফিশারিজ অনুষদের মানববন্ধন
সম্প্রতি বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত মৎস্য অধিদপ্তরাধীন দশম গ্রেডের ফিশারিজ সংশ্লিষ্ট বিভিন্ন পদে প্রাণিবিদ্যা ও মৎস্য ডিপ্লোমাধারীদের আবেদনের সুযোগ দেয়া হলেও মাৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারীদের আবেদনের কোনো সুযোগ রাখা হয়নি। তারই পরিপ্রেক্ষিতে আজ রোববার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধন কর্মসূচিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রথম, চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টারের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মাৎস্যবিজ্ঞান অনুষদের মেরিন ফিশারিজ অ্যান্ড ওশানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল হাসান এবং ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান। মানববন্ধন শেষে সাধারণ শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশব্যাপী আরো ১৪টি বিশ্ববিদ্যালয়ে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।
গত ২৩ ডিসেম্বর প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তত্ত্বাবধায়ক পরিদর্শক, সহকারী হ্যাচারি কর্মকর্তা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা, মৎস্য জরিপ কর্মকর্তা পদসমূহে মোট ২০১টি শূন্যপদের নিয়োগে প্রাণিবিদ্যা ও মৎস্য ডিপ্লোমাধারীদের আবেদনের সুযোগ দেয়া হয়। মৎস্য বিষয়ক পদ হলেও মাৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারীদের এসব পদে আবেদনের সুযোগ না থাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে প্রায় ১৯টি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা মৎস্য গ্রাজুয়েটদের মাঝে।
সাংবাদিকদের সাথে আলাপকালে মাৎস্যবিজ্ঞান অনুষদের কয়েকজন শিক্ষার্থী জানান, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর ১৪০০-এর বেশি ফিশারিজ গ্রাজুয়েট বের হচ্ছি। কিন্তু জব সেক্টর সীমিত হওয়ায় ১০-১১তম গ্রেডের ব্যাংক কিংবা অডিটরের মতো নন-টেকনিক্যাল পদের পেছনে আমাদের ছুটতে হয়। অথচ আমাদের নিজস্ব টেকনিক্যাল জবেই আবেদনের সুযোগ দেয়া হয় না, যা অত্যন্ত দুঃখজনক।
তারা আরো বলেন, ফিশারিজ গ্রাজুয়েটদের দক্ষতার কারণেই বাংলাদেশ আজ স্বাদুপানির মাছ উৎপাদনে বিশ্বে তৃতীয়, ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম, বদ্ধ জলাশয়ের মাছ উৎপাদনে পঞ্চম, তেলাপিয়া উৎপাদনে চতুর্থ। বিশ্বে উৎপাদিত মোট ইলিশের ৮৬ শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়। দেশের জিডিপিতে মৎস্যসম্পদের অবদানের হার ৩.৫৭ শতাংশ। তাই কর্মক্ষেত্রে যদি ফিশারিজ গ্রাজুয়েটদের বঞ্চিত করা হয় তা হবে দেশের অর্থনীতির ওপর আঘাত। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চলমান নিয়োগ কার্যক্রমে টেকনিক্যাল পদসমূহে মাৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারীদের সুযোগ প্রদানের আহ্বান জানান।
অনুষ্ঠানটি মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী আল-আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
শাফিন / জামান
জাবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে রিয়াদ-তানভীর
ইবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন
নকল সাইটেশনে দেশসেরা গবেষকের তালিকায় শেকৃবি প্রোভিসি অধ্যাপক বেলাল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে প্রভাব বিস্তার: চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ
জাবিতে অর্থনীতি বিভাগকে মাত্র ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন দর্শন বিভাগ
সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা
জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল
অপ্রচলিত ফসল খাদ্যনিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে: বাকৃবি সম্মেলনে বিশেষজ্ঞরা
ইবিতে শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে শিক্ষক বহিষ্কার
প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে বন্ধ পাঠদান
ইবি'র তিন বিভাগে ৩০ আসন বৃদ্ধি
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ