পবিপ্রবিতে ফিশারিজ অনুষদের মানববন্ধন

সম্প্রতি বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক প্রকাশিত মৎস্য অধিদপ্তরাধীন দশম গ্রেডের ফিশারিজ সংশ্লিষ্ট বিভিন্ন পদে প্রাণিবিদ্যা ও মৎস্য ডিপ্লোমাধারীদের আবেদনের সুযোগ দেয়া হলেও মাৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারীদের আবেদনের কোনো সুযোগ রাখা হয়নি। তারই পরিপ্রেক্ষিতে আজ রোববার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধন কর্মসূচিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রথম, চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টারের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মাৎস্যবিজ্ঞান অনুষদের মেরিন ফিশারিজ অ্যান্ড ওশানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল হাসান এবং ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজুর রহমান। মানববন্ধন শেষে সাধারণ শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশব্যাপী আরো ১৪টি বিশ্ববিদ্যালয়ে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।
গত ২৩ ডিসেম্বর প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তত্ত্বাবধায়ক পরিদর্শক, সহকারী হ্যাচারি কর্মকর্তা, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা, মৎস্য জরিপ কর্মকর্তা পদসমূহে মোট ২০১টি শূন্যপদের নিয়োগে প্রাণিবিদ্যা ও মৎস্য ডিপ্লোমাধারীদের আবেদনের সুযোগ দেয়া হয়। মৎস্য বিষয়ক পদ হলেও মাৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারীদের এসব পদে আবেদনের সুযোগ না থাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে প্রায় ১৯টি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা মৎস্য গ্রাজুয়েটদের মাঝে।
সাংবাদিকদের সাথে আলাপকালে মাৎস্যবিজ্ঞান অনুষদের কয়েকজন শিক্ষার্থী জানান, দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর ১৪০০-এর বেশি ফিশারিজ গ্রাজুয়েট বের হচ্ছি। কিন্তু জব সেক্টর সীমিত হওয়ায় ১০-১১তম গ্রেডের ব্যাংক কিংবা অডিটরের মতো নন-টেকনিক্যাল পদের পেছনে আমাদের ছুটতে হয়। অথচ আমাদের নিজস্ব টেকনিক্যাল জবেই আবেদনের সুযোগ দেয়া হয় না, যা অত্যন্ত দুঃখজনক।
তারা আরো বলেন, ফিশারিজ গ্রাজুয়েটদের দক্ষতার কারণেই বাংলাদেশ আজ স্বাদুপানির মাছ উৎপাদনে বিশ্বে তৃতীয়, ইলিশ উৎপাদনে বিশ্বে প্রথম, বদ্ধ জলাশয়ের মাছ উৎপাদনে পঞ্চম, তেলাপিয়া উৎপাদনে চতুর্থ। বিশ্বে উৎপাদিত মোট ইলিশের ৮৬ শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়। দেশের জিডিপিতে মৎস্যসম্পদের অবদানের হার ৩.৫৭ শতাংশ। তাই কর্মক্ষেত্রে যদি ফিশারিজ গ্রাজুয়েটদের বঞ্চিত করা হয় তা হবে দেশের অর্থনীতির ওপর আঘাত। তাই তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চলমান নিয়োগ কার্যক্রমে টেকনিক্যাল পদসমূহে মাৎস্যবিজ্ঞানে স্নাতক ডিগ্রিধারীদের সুযোগ প্রদানের আহ্বান জানান।
অনুষ্ঠানটি মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী আল-আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
শাফিন / জামান

একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, সময় দুদিন

কর্তৃত্ববাদী শক্তির সহযোগীদের রক্ষার জন্য নুরের উপর পরিকল্পিত হামলা- ইউটিএল

ইবিতে নিহত শিক্ষার্থী সাজিদকে শিবিরের সংবর্ধনা

ইবি শিক্ষার্থী সাজিদের খুনিদের গ্রেফতারের দাবিত ছাত্রদলের বিক্ষোভ

গকসু নির্বাচন: তিন দিনে মনোনয়ন ফরম ৮৭, উত্তেজনায় ভরপুর গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ অক্টোবর

দেশের স্বার্থেই কম্বাইন্ড ডিগ্রি চালু করতে হবে- ভেটেরিনারি অনুষদের ডিন

সভায় বসেছে প্রকৌশলীদের দাবি নিয়ে গঠিত কমিটি

ইবিতে ইকসু গঠনতন্ত্র প্রণয়নে ১১ সদস্যের কমিটি গঠন

প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের
