ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

পাবিপ্রবিতে এবার এক বছর পূর্বের তারিখে ফরম প‍ূরণের বিজ্ঞপ্তি, আবারো তোলপাড়


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৬-২০২১ দুপুর ১২:১৫

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে পরীক্ষায় আয়োজন করে নোটিস দেয়ার একদিন পর এবার এক বছর পূর্বের তারিখে ফরম পূরণের সময় নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারো তুমুল সমালোচনার ঝড় বইছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) একাডেমিক ও স্কলারশিপ শাখার সহকারী রেজিস্ট্রার মো. সুজা উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্পেশাল পরীক্ষা-২০১৮-এর ফরম পূরণের তারিখ ১৪-০৬-২০২১ থেকে ২৮-০৬-২০২০ পর্যন্ত নির্ধারণ করেছেন।

পাবিপ্রবির রেজিস্ট্রারের কার্যালয়ের একাডেমিক ও স্কলারশিপ শাখার বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের প্যাডে গত ১৩ জুন একটি বিজ্ঞপ্তি দেয়া হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, ওই বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের স্পেশাল পরীক্ষা-২০১৮-এর ফরম পূরণের তারিখ ১৪-০৬-২০২১ থেকে ২৮-০৬-২০২০ পর্যন্ত নির্ধারণ করা হলো। সংশ্লিষ্ট শিক্ষার্থীবৃন্দ পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফরম স্ব বিভাগ থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে হল ক্লিলিয়ারেন্স গ্রহণপূর্বক ২৮ জুন জমা দেবেন। বিভাগ পূরণকৃত ফরম রেজিস্ট্রারার দপ্তরের একাডেমিক শাখায় ২৮-০৬-২০২১ তারিখের মধ্যে প্রেরণ করবে। বিজ্ঞপ্তিপ্রাপ্তির পরপরই ওই বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক পেজ ‘পাবিপ্রবি ক্যম্পাস আমাদের ক্যম্পাস’-এ শিক্ষার্থীরা বিভিন্ন মন্তব্য করে পোস্ট দিতে থাকেন। কিছুক্ষণের মধ্যে শুরু হয় শিক্ষার্থীদের নানা ধরনের মন্তব্য।

তার মধ্যে সুইট মণ্ডল নামে এক শিক্ষার্থী লিখেছেন, ‘আর কবে এসব বিষয়ে সচেতন হবে, মানুষ ভুল হতে শিক্ষা নেয়। সেদিনের এএম, পিএম নিয়ে কত বড় নিউজ হয়ে গেল, অথচ আবার ভুল। এখন মনে হয় এরা বার বার ভুল করেই মিডিয়ায় আসতে চায়। এগুলো দেখলে এখন সত্যিই খুব খারাপ লাগে।’

অপর এক শিক্ষার্থী লিখেছেন, ‘এদের চাকুরী টা দিছে কে? এরা মনে হয় শুকনো কিছু খেয়ে লিখেছেন।অপর একজন লিখেছেন, প্রচুর ট্রলের শিকার হচ্ছি ভাই, বিভিন্ন ভার্সিটির বন্ধুরা মেনশন দিয়ে ট্রল করছেন। এ ধরণের বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন ধরণের মন্তব্য করছেন। ২০২০ সাল তো করোনায় চলে গেছে, কিভাবে আমরা ফিরে পাব ওই তারিখ?’

বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাবিপ্রবি ক্যম্পাসে কী খেলা চলছে আমরা জানতে চাই। কারা কিভাবে নিয়োগ পাচ্ছেন সেটাও ওপেন সিক্রেট। এর থেকে পরিত্রাণ পাওয়া দরকার বিশ্ববিদ্যালয়টির। সবাই লুটপাটে ব্যস্ত, কোনো ধরনের জবাবদিহিতা নেই। নতুন বিশ্ববিদ্যালয় অথচ উন্নতির চিন্তা কারোর মাঝেই নেই। যে যেখানে আছেন সেখান থেকেই আখের গোছাতে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। এর থেকে পরিত্রাণ পাওয়া দরকার বলেও মন্তব্য করেন তারা।

বিষয়টি নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) একাডেমিক ও স্কলারশিপ শাখার সহকারী রেজিস্ট্রারার মো. সুজা উদ্দিনের মুঠোফোনে কয়েকবার চেষ্ট করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে পাবিপ্রবি রেজিস্ট্রার কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হয়তো এটি টাইপিংয়ে ভুল হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় লেভেলে এ ধরনের ভুল কখনই গ্রহণযোগ্য হতে পারে না। প্রায়ই এ ধরনের ভুল হয়ে যাচ্ছে, কেউ কোনো পদক্ষেপ গ্রহণ না করার কারণেই এ ধরনের ঘটনা বারবার ঘটছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি শক্ত অবস্থানে থেকে শাস্তিমূলক ব্যবস্থা নিত, হয়তো আর হতো না। এটি আমাদেরই ব্যর্থতা বলেও স্বীকার করেন তিনি।

প্রসঙ্গত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ গভীর রাতে অনলাইনে ক্লাস নিয়ে সারাদেশে জন্ম দেয়া বিতর্কের রেশ না কাটতেই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গভীর রাতে পরীক্ষা নেয়ার নোটিস দেয়ায় বিষয়টি তোলপাড়ের সৃষ্টি হয়। ঠিক ওই ঘটনার একদিন পরেই আবারো বিজ্ঞপ্তিতে এক বছর পেছনের তারিখ দিয়ে বিজ্ঞপ্তি দেয়া হলো। বিজ্ঞপ্তিটি ছাত্রছাত্রীদের কাছে যাওয়ামাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় ওঠে।

এমএসএম / জামান

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান

লাকসামে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ কাউন্সিল’২৫ অনুষ্ঠিত