ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

সন্ত্রাসী টোকেন চৌধুরীর নেতৃত্বে দরবার শরীফের বিরুদ্ধে মিথ্যাচার


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১১-১-২০২২ দুপুর ৪:২৮
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নে ইসলামের আদর্শের শ্রেষ্ঠত্বের অন্তর্ভুক্ত দরবার-এ রেসালাতে মুজাদ্দেদীয়া চরদিয়া পাক দরবার শরীফ কল্যাণপুর নামে জামায়াত নেতাদের দিয়ে মানুষ হত্যাকারী শীর্ষ সন্ত্রাসী টোকেন চৌধুরী দরবার শরীফের নামে মিথ্যা অপপ্রচার করছে। শীর্ষ সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা মামলার আসামি টোকেন চৌধুরী চর দিয়া পাক দরবার শরীফ দখলে নিয়ে রিসোর্ট বানাতে এই গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে জাকের ভক্ত ও দরবার শরীফের পক্ষ থেকে বারবার প্রশাসনকে লিখিত ও মৌখিক ভাবে জানানো হয়েছে বিভিন্ন সময়ে।
 
গত শুক্রবার স্থানীয় চেয়ারম্যান সেলিম চৌধুরী ও তার ভাই শীর্ষ সন্ত্রাসী টোকন চৌধুরী তার সন্ত্রাসী বাহিনী জাকির চোর, রাজা, রেজু , বজুসহ অজ্ঞাত ৭০ থেকে ৮০ জনকে দিয়ে দরবারের উপরে হামলা অগ্নিসংযোগ লুটপাট ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সহ জাকের দের  মারপিট করে রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে দৌলতপুর থানায় একটি  অগ্নিসংযোগ ও লুটপাটের মামলা হয়েছে। প্রকৃতপক্ষে সরেজমিনে, দেখা যায় কল্যাণপুর দরবার শরীফ এ এলাকার ইসলাম প্রচারে একটি ধর্মীয় প্রতিষ্ঠান। সেইসাথে জঙ্গিবাদ মৌলবাদের বিরুদ্ধে একটি প্রগতিশীল প্রতিষ্ঠান । ব্যক্তিগতভাবে এই দরবারের পীর সাহেব প্রগতিশীল সংগঠনের মতাদর্শে বিশ্বাসী। 
 
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তার পুরো পরিবার। কল্যাণপুর দরবার শরীফের পক্ষ থেকে এলাকায় মানবিক ও জনকল্যাণমুখী বিভিন্ন কর্মকান্ড করা হয়ে থাকে এর মধ্যে রয়েছে ডায়াবেটিস সেন্টার , সাধারণ মানুষকে আর্থিক ও খাদ্য সহায়তা সহ বিভিন্ন জনকল্যাণ মূলক কার্যক্রম । সম্প্রতি দেখা যাচ্ছে দৌলতপুরের একটি কুচক্রী মহল যারা সরকার এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী তারা স্থানীয় শীর্ষ সন্ত্রাসী টোকেন চৌধুরীর উপর ভর করে এই দরবার শরীফের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার এবং দরবার শরীফের জায়গা দখল করে একটি রিসোর্ট বানাতে মরিয়া হয়ে উঠেছে, এরই অংশ হিসেবে টোকেন চৌধুরী ও তার ভাই স্থানীয় চেয়ারম্যান সেলিম চৌধুরী গত শুক্রবার দরবারে দুর্বিষহ হামলা অগ্নিসংযোগ ও লুটপাট করে প্রায় কোটি টাকার সম্পত্তি ধ্বংস করে।
 
দরবার শরীফের হুজুর পীর তাসের তার দরবার শরীফের জায়গা ইতিমধ্যে ওয়াকফকৃত দরবার শরীফ হিসেবে সরকারের কাছে লিখিত করে দিয়েছেন যাহার মিস-ই-সি নং-২১৯৯১। মূলত দরবার শরীফ সরকারের ওয়াকফকৃত করায় এই টোকেন চৌধুরী এবং সেলিম চৌধুরী ক্ষিপ্ত হয়ে তা উচ্ছেদ করতে বর্তমানে মরিয়া হয়ে উঠেছে। দরবার শরীফের পীর সাহেবের নামে মিথ্যাচার এবং গভীর ষড়যন্ত্র কারীরা গতকাল টোকেন চৌধুরীর নেতৃত্বে আল্লারদর্গা বাজারে একটি বিক্ষোভ সমাবেশ করেছে। এই সমাবেশে দেখা যায় ইতিপূর্বে বিভিন্ন সময়ে দরবারে বাধা প্রদানকারী জামায়াত শিবির ও জঙ্গি এবং বিভিন্ন সময়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক নাশকতা মামলার আসামিরা বক্তব্য রাখছেন । এতেই বোঝা যায় দরবার শরীফ দখল নিতে এবং এলাকা থেকে এরকম একটি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্বাধীনতার চেতনায় বিশ্বাসী প্রগতিশীল ধর্মীয় প্রতিষ্ঠান উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠেছে জামায়াত-শিবির ও স্বাধীনতাবিরোধী চক্র। দরবার শরীফের নামে যে মিথ্যাচার করা হচ্ছে।
 
এ ব্যাপারে দরবার শরীফের পক্ষ থেকে বলা হয়েছে, যদি কোন ব্যক্তি এই দরবার শরীফে মাদক ও সন্ত্রাসের কোন প্রমাণ দিতে পারে তাহলে আইনগতভাবে যে ব্যবস্থা নেয়া হবে দরবার কর্তৃপক্ষ তা মেনে নেবে। কিন্তু দরবারের বিপক্ষে যারা আজকে অবস্থান নিয়েছে এই টোকেন চৌধুরী সহ তার কতিপয় ক্যাডারের নামে দৌলতপুর থানা এবং কুষ্টিয়া কোর্টে একাধিক হত্যা নাশকতা চুরি ছিনতাই সহ মাদক ও নারী কেলেঙ্কারির মতো অপরাধে অভিযুক্ত হিসেবে মামলা চলমান রয়েছে। চৌধুরী পরিবারের আত্মীয়-স্বজন মহিলা সহ মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের মামলায় অভিযুক্ত রয়েছে বলে জানা যায় যা দৌলতপুর থানার মামলা তালিকায় রয়েছে।
 
গতকাল টোকেন চৌধুরী সেলিম চৌধুরী প্রকাশ্যে রাস্তায় না আসলেও তার এলাকার একটি মাদ্রাসার শতাধিক ছাত্রকে এবং জঙ্গি ও স্বাধীনতাবিরোধী চেতনার কতিপয় জামায়াত নেতাকে উস্কে দিয়ে দৌলতপুর আল্লাহ দরগাহ বাজারে বিক্ষোভ সমাবেশ করে দরবারের নামে অপপ্রচার করেছে যার দরবার কর্তৃপক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এইসকল কুচক্রী সহ এর নেপথ্যের কারিগর মানুষ হত্যাকারী টোকেন চৌধুরী ও এর সাথে জড়িত সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার জানিয়ে দরবারের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে চালাতে জাকের ভক্তরা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
 
এছাড়া দরবার শরীফের পক্ষ থেকে বলা হয়েছে এই দরবারে বারবার হামলা করে পার পেয়ে যাওয়ায় টোকেন চৌধুরী ও তার সন্ত্রাসী বাহিনী আবারো ব্যাপক ভাঙচুর সন্ত্রাসী হামলা অগ্নিসংযোগ লুটপাট চালিয়ে এলাকায় ব্যাপক ভয়াবহতা ও আতঙ্ক ছড়িয়েছে যা এলাকার শান্তিশৃঙ্খলা বিনষ্ট করতে যথেষ্ট।
 
দরবারের ভক্তরা সরকারের উচ্চপর্যায়ের প্রতি দাবি জানিয়ে বলেছেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল দরবার শরীফের উপর হামলাকারী অগ্নিসংযোগকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করলে একটি প্রগতিশীল ধর্মীয় প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার বিশ্বাসী দের নিয়ে সুশৃংখল ও শান্তিতে সকল কার্যক্রম করতে পারবে। তাই কুষ্টিয়া জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কাছে সদয় হস্তক্ষেপ কামনা করেছেন জাকের ও দরবার ভক্তগণ।

শাফিন / জামান

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র‍্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২

মনোহরগঞ্জে মডেল মসজিদ বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্ভোগে মুসল্লিরা