ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

টেস্ট চ্যাম্পিয়নশিপ : কত টাকা পাচ্ছে বাংলাদেশ?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৬-২০২১ দুপুর ১:৩৩

আর তিনদিন পরই মাঠে গড়াচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। বহুল প্রতীক্ষিত এই ম্যাচটিতে শিরোপা লড়াইয়ে নামবে ভারত আর নিউজিল্যান্ড। তার আগে সোমবার প্রতিযোগিতাটির প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।

সোমবার এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন দল কত টাকা পাবে। এতে জানানো হয়, ফাইনালে জয়ী দলের জন্য পুরস্কার হিসেবে থাকছে ১৬ লাখ ডলার (প্রায় ১৩ কোটি ৫৭ লাখ টাকা)। সঙ্গে আবার থাকবে একটি আকর্ষণীয় ট্রফিও।

রানার্স-আপ দল পাবে তার অর্ধেক অর্থ পুরস্কার। অর্থাৎ ভারত-নিউজিল্যান্ডের মধ্যে এক দলের কমপক্ষে ৮ লাখ ডলার (প্রায় ৬ কোটি সাড়ে ৭৮ লাখ টাকা) নিশ্চিত।

তবে কোনো কারণে ম্যাচটি ড্র হলে মোট ২৪ লাখ ডলার ভাগ করে দেয়া হবে দুই দলের মধ্যে। সেক্ষেত্রে ফাইনালের বিজয়ী হিসেবে ভারত ও নিউজিল্যান্ড দুই দলই পাবে ১২ লাখ ডলার করে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থেকে শেষ করা অস্ট্রেলিয়া পাচ্ছে সাড়ে চার লাখ ডলার (প্রায় ৩ কোটি ৮২ লাখ টাকা)। চতুর্থ হওয়া ইংল্যান্ড পাবে সাড়ে তিন লাখ ডলার (প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকা)। পঞ্চম স্থানে থাকা পাকিস্তান পাবে ২ লাখ ডলার (প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা)।

পয়েন্ট তালিকার শেষ চার দল-দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। প্রত্যেক দল পাবে এক লাখ ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮৪ লাখ ৮০ হাজার টাকা।

প্রসঙ্গত, টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে ৭ ম্যাচের ৬টিতেই হেরেছে বাংলাদেশ। একটি ম্যাচ করেছে ড্র। পয়েন্ট তালিকার একদম তলানিতে থেকে শেষ করেছে টাইগাররা।

এমএসএম / এমএসএম

এ বছরই ফিরতে পারে স্থগিত হওয়া ভারতীয় লিগ

এশিয়া কাপের আগে দুঃসংবাদ পেলেন লিটন-মিরাজরা

১ বলে ২২ রান, সাকিবদের লিগে অবিশ্বাস্য ঘটনা!

অক্টোবরে এশিয়ার দুই পরাশক্তির বিপক্ষে খেলবে ব্রাজিল

নিজের উন্নতিতে মেসির অবদান জানালেন ডেম্বেলে

১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

বাংলাদেশ সিরিজের ডাচ দলে পরিবর্তন, ডাক পেলেন ১৭ বছরের ব্যাটার

নেইমারকে ছাড়াই সেপ্টেম্বরের দুই ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা

পেনাল্টি মিস করে রেফারিকে ক্ষমা চাইতে বললেন ফার্নান্দেস

বেঙ্গালুরুতে নতুন ভূমিকায় দেখা যাবে ডি ভিলিয়ার্সকে?

‘ভিনিসিয়ুসের বড় মানসিক সমস্যা আছে’

স্পন্সর ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে ভারতকে!

ব্রাজিল দল ঘোষণার ঠিক আগে ইনজুরিতে নেইমার