ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

পেঁয়াজ উৎপাদনে স্বনির্ভর করতে নতুন জাত উদ্ভাবন


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১-২০২২ দুপুর ৩:৪৮

দেশে পেঁয়াজ উৎপাদনে স্বনির্ভর করতে নতুন জান উদ্ভাবনের কাজ শুরু হয়েছে। গ্রীষ্মকালীন উন্নত জাতের পেঁয়াজের ফলন বিঘাপ্রতি ১০০ মণের উপরে হবে বলে বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন। 

রোববার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পাবনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রবিউল ইসলাম এ প্রতিনিধিকে জানান, বর্তমানে তাহেরপুরে বারি-১ জাতের পেঁয়াজ আবাদ হচ্ছে। এ জাতের চেয়ে বারি-২, ৩, ৪ ও ৫ জাতের ফলন অনেক বেশি। কিন্তু এসব জাতের আবাদ এখনো কৃষক শুরু করেনি।

তিনি বলেন, বর্তমান দেশে শুধু শীতকালীন পেঁয়াজের আবাদ হয়ে থাকে, যা বিঘাপ্রতি ৫০ থেকে ৭০ মণ। আর বারি-৫ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ জাত উদ্ভাবন করা হয়েছে। এর ফলন এতটাই বেশি যে, কৃষক এর মজা পেয়ে গেলে এ জাতের প্রতি তখন ঝুঁকে পড়বেন বেশি। প্রতি বিঘায় এর ফলন ১০০ মণের উপরে।

তিনি জেলার সুজানগরে পেঁয়াজের মাঠ পরিদর্শনের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবনী শীতকালীন উন্নত জাতের পেঁয়াজ মনোমুগ্ধ করে তুলেছে। অত্যন্ত আকর্ষণীয় মন মাতানো পেঁয়াজ মাঠ কৃষকদের উৎফুল্ল করে তুলেছে। বিশেষজ্ঞরা গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদের প্রতি আকৃষ্ট করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন তিনি। 

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ প্রতিনিধিকে আরো জানান, বাংলাদেশকে পেঁয়াজের উদ্বৃত্ত দেশ হিসেবে গড়ে তোলার কৌশলের অংশ হিসেবে সরকার পেঁয়াজ উৎপাদনের পরিকল্পনা করেছে। সরকার আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশকে পেঁয়াজ উৎপাদনে স্বনির্ভর করতে চায়। যদিও তা অর্জন করতে কমপক্ষে পাঁচ-ছয় বছরের বেশি সময় প্রয়োজন। এ ধরনের একটি মাইলফলক অর্জনের জন্য পাঁচ-ছয় বছরের রোডম্যাপ প্রয়োজন। কারণ নতুন জাত উদ্ভাবন সময়সাপেক্ষ। ইতোমধ্যেই উদ্ভাবনের কার্যক্রম শুরুও হয়েছে। 

বৈজ্ঞানিক কর্মকর্তা আরো করেন, দেশে বর্তমান প্রায় ১১ ল‍াখ টন টন পেঁয়াজ ঘাটতি আছে। সরকারের নির্দেশানুযায়ী আমাদের সারাবছরের জন্য পেঁয়াজের উৎপাদন প্রয়োজন এবং এজন্য আমাদের নতুন প্রযুক্তি গ্রহণ করতে হবে। নতুন ও উন্নত জাত অবমুক্ত করতে সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন। 

এ বৈজ্ঞানিক কর্মকর্তা আরো বলেন, বাংলাদেশের মধ্যবর্তী এলাকাগুলো পেঁয়াজ উৎপাদনের জন্য আদর্শ জেলাগুলোর ওপরও জোর দেয়া হয়েছে। পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, মাগুরা, মাদারীপুর ও রাজশাহীসহ বর্তমানে নয়টি জেলায় প্রায় ৮০ শতাংশ পেঁয়াজ উৎপাদন হয়। এর সাথে আরো জেলা সংযুক্ত করতে উদ্যোগ নেয়া হয়েছে। 

পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, চলতি বছর শীতকালীন ৬ লাখ ৯৮ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের জন্য ৫২ হাজার ৪৩২ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পেঁয়াজ লাগানো প্রায় শেষের দিকে। পুরো জানুয়ারি মাস ধরেই লাগানোর কাজ চলবে। 

শাফিন / জামান

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন

গোপালগঞ্জ-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর প্রস্তাব জেলা প্রশাসকের

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী