ঢাকা বৃহষ্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

কয়েক হাজার মানুষের যাতায়াত ব্যাহত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৭-১-২০২২ রাত ১০:২৮

গাজীপুরের সদর উপজেলার ভাওয়ালগড়ের ভবানীপুর এলাকার ৬৭ শতাংশ সরকারি রাস্তার জমি দখল করে বাউন্ডারি দেয়াল গড়ে তোলার অভিযোগ উঠেছে হামজা অ্যাপারেলস লি. নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরকারি জমি লিজ নিয়ে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যবসার সুযোগের অপব্যবহার করে দেওয়াল গড়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। স্থানীয় ইউপি চেয়ারম্যান

আবু বকর সিদ্দিকসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের যোগসাজশে জনসাধারণের ব্যবহার্য শত বছরের রাস্তা বিএনপি নেতা আবুল কাশেমের মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়। ওই প্রতিষ্ঠান জমির দখল নিয়ে সীমানা প্রাচীর গড়ে তোলায় সেখানকার হাজার হাজার মানুষের চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। অনুমোদনহীন ইমারত ও সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগে গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ভ্রাম্যমাণ আদালত হামজা অ্যাপারেলসকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন। তবে এ জরিমানার ব্যাপারটিকে লোক দেখানো বলে দাবি করছেন সেখানকার স্থানীয় জনগণ।

জানা গেছে, ২০২০ সালের ১২ মার্চ গাজীপুর সদর সাবরেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত সাফ কবলা দলিল নম্বর ৩৩০৪-এর মাধ্যমে ৬৭ শতাংশ সরকারি রেকর্ডীয় রাস্তার জমি ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের বিএনপিদলীয় চেয়ারম্যান হামজা অ্যাপারেলসকে রেজিস্ট্রি করে দেওয়ার ব্যবস্থা করেন। বিনিময়ে মোটা অঙ্কের অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রভাব খাটিয়ে সরকারি কর্মকর্তাদের যোগসাজশে এ ঘটনা ঘটিয়েছেন তারা। অথচ সরকারি খাস জমি লিজের সুযোগ থাকলেও রেকর্ডভুক্ত রাস্তা এভাবে লিখে নেওয়ার কোনো সুযোগ নেই।

এ ব্যাপারে জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এক শ্রেণির কর্মকর্তাদের হাতে নিয়ে নিয়মের অপপ্রয়োগের মাধ্যমে আবুল কাশেমের হামজা গ্রুপের নামে রাস্তাটি লিখে দেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান কর্তৃক হস্তান্তরকৃত দলিলে উল্লেখ করা হয়েছে যে, তফসিল বর্ণিত ৬৭ শতাংশ রেকর্ডীয় রাস্তা পতিত এবং এটি হামজা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি.র দখলে আছে। প্রকৃতপক্ষে সম্পূর্ণ রাস্তা হামজা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি.র দখলে কখনোই ছিল না। মূলত হামজা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি.র পরিচালক আবুল কাশেম বিএনপিদলীয় নেতা হওয়ার সুবাদে বিএনপির শাসনামলে স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে দলীয় ক্ষমতার অপব্যবহার করে আংশিক রাস্তা হামজা কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লি.র দখলে নেয়। সেটি পুরোপুরি অবৈধ এবং রাষ্ট্রীয় সম্পদ জোরপূর্বক আত্মসাতের ন্যায় অপরাধ। এ আংশিক দখলের উদ্দেশ্যই ছিল পুরো রাস্তা দখল করা। শুধু তাই নয়, এ লোকালয়ে কেমিক্যাল ইন্ডাস্ট্রি স্থাপন করে বিএনপি নেতা আবুল কাশেম স্থানীয় বসতির জীবনকে বিপন্ন করে তুলেছেন। হামজা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি. লোকালয়ে স্থাপন করায় দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে পরিবেশের ক্ষতি সাধিত হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, এ এলাকাটি শিল্পকলকারখানা সমৃদ্ধ হওয়ায় স্থানীয় জনসাধারনের পাশাপাশি হাজার হাজার শ্রমিক ও কর্মচারীর যাতায়াতের পথ হিসাবে এ রাস্তা ব্যবহৃত হয়ে আসছে। হামজা অ্যাপারেলস লি.র কাছে রাস্তাটি বেহাত হওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনমনে ও হাজারো শ্রমিকের মাঝে তীব্র অসন্তোষ ও মারাত্মক জনরোষ তৈরি হয়। স্থানীয় জনগণের চাপে চেয়ারম্যানের অপসারণ ও বিচার চেয়ে ১১ জন ইউপি সদস্যের স্বাক্ষরসহ জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হয়েছে। এছাড়াও স্থানীয় অধিবাসী ও ব্যবসায়ীরা বিভিন্ন সরকারি দপ্তর ও দুদকে অভিযোগ করেছেন। এর বাইরে চেয়ারম্যান আবু বকরের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পত্তি আত্মসাৎ, ইউনিয়ন পরিষদের অর্থ আত্মসাৎ, পরিষদের স্বার্থপরিপন্থি কার্যক্রম, ইউপি সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়।

স্থানীয়রা জানান, হামজা অ্যাপারেলস লি.র কাছে হস্তান্তরিত রাস্তাটি এখানে অবস্থিত প্রতিষ্ঠান প্রিটি ইকো অ্যাপারেলস ভিলেজ লি. ও অক্সফোর্ড সুজস লি., প্রিটি উল ওয়ার লি. এবং এন.জেড গ্রুপের সিএ নিটওয়্যার লি.র প্রায় ১২ হাজার শ্রমিক-কর্মচারীর যাতায়াতের একমাত্র রাস্তা। এ কোম্পানি ৩টির বাৎসরিক রপ্তানি আয় লক্ষ্যমাত্রা দুই হাজার কোটি টাকা। রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় এমন গুরুত্বপূর্ণ কোম্পানির অগ্রযাত্রা বন্ধ হয়ে গেছে। আগেই রাস্তাটি বনবিভাগের সঙ্গে ডিমার্কেশন করা হয়।

এ ব্যাপারে প্রিটি চেয়ারম্যান মোহাম্মদ আলী তালুকদার  বলেন, এটি একটি নজিরবিহীন ঘটনা। অন্যায়ভাবে গায়ের জোরে রাস্তাটি দখল করে বন্ধ করে দেওয়া হয়েছে। এমন অবস্থা যে পাশের কোনো জমিতে রাস্তা হবে সেই সুযোগও নেই। কারণ সেখানে বনবিভাগের জমি। এতে করে আমাদের কোম্পানির কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানকার জনগণ ও স্থানীয় ইউপি সদস্যরাসহ সরকারের দায়িত্বশীল জায়গায় জানানো হয়েছে। কিন্তু দখলবাজরা প্রভাবশালী হওয়ার কারণে এখনো কোনো উপায় বের করা যায়নি। বিষয়টি দ্রুত সুরাহার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এমএসএম / এমএসএম

টেকনাফে মহাসড়ক দখল করে রমরমা মাছের ব্যবসা

হরিপুরে ইয়াবা নিয়ে খাদ্য বান্ধব ডিলার সহ আটক দুই

কালীগঞ্জে ১শ ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

ধামইরহাটে মহিলা ডিগ্রি কলেজের পূর্নাঙ্গ কমিটির পরিচিতি সভা

‎চিতলমারী প্রেসক্লাবের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে আনোয়ারায় এনসিপির বিক্ষোভ

জুলাই'য়ে আহত অপূর্ব'র করা ১৩৫ আসামির বিরুদ্ধে মামলা এনসিপি'র নয়

শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডামুড্যা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ভেড়ামারার মূলধারার সাংবাদিক ছাড়াই ডিসি'র মতবিনিময়

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি, জনমনে স্বস্তি

কোনাবাড়িতে মুহাম্মদ আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সলঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষন"থানায় মামলা দায়ের