ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

পবিপ্রবিতে দ্বিতীয় দিন শেষে জিএসটি গুচ্ছ ভর্তিতে ফাঁকা আসন ২৪০টি


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ২০-১-২০২২ রাত ৮:২৫
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত ৫টি অনুষদে সর্বমোট ৩৮৮টি আসনের  বিপরীতে ১৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে। বর্তমানে ফাঁকা আসন সংখ্যা ২৪০টি। সাধারণ ৩৫০টি আসনের বিপরীতে ১২৮টি আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে। বর্তমানে ফাঁকা আসন সংখ্যা ২২২টি এবং কোটাভুক্ত ৩৮টি আসনের বিপরীতে ২০টি আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে। বর্তমানে ফাঁকা আসন সংখ্যা ১৮টি।
 
অনুষদসমূহের মধ্যে বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদে ১০৫টি আসনের বিপরীতে ৩৮টি আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে, বর্তমানে ফাঁকা আসন সংখ্যা ৬৭টি। সাধারণ ১০০টি আসনের বিপরীতে ৩৭টি আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে, বর্তমানে ফাঁকা আসন সংখ্যা ৬৩টি এবং কোটাভুক্ত ৫টি আসনের বিপরীতে ১টি আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে, বর্তমানে ফাঁকা আসন সংখ্যা ৪টি।
 
নিউট্রিশন এ্যান্ড ফুড সায়েন্স অনুষদে ৭২টি আসনের বিপরীতে ১৫টি আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে, বর্তমানে ফাঁকা আসন সংখ্যা ৫৭টি। সাধারণ ৬০টি আসনের বিপরীতে ১২টি আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে, বর্তমানে ফাঁকা আসন সংখ্যা ৪৮টি এবং কোটাভুক্ত ১২টি আসনের বিপরীতে ৩টি আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে, বর্তমানে ফাঁকা আসন সংখ্যা ৯টি।
 
কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইন্জিনিয়ারিং অনুষদে ৭৯টি আসনের বিপরীতে ৩৯টি আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে, বর্তমানে ফাঁকা আসন সংখ্যা ৪০টি। সাধারণ ৭০টি আসনের বিপরীতে ৩১টি আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে, বর্তমানে ফাঁকা আসন সংখ্যা ৩৯টি এবং কোটাভুক্ত ৯টি আসনের বিপরীতে ৮টি আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে, বর্তমানে ফাঁকা আসন সংখ্যা ১টি।
 
ল এ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন অনুষদে ৬৬টি আসনের বিপরীতে ৩৮টি আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে, বর্তমানে ফাঁকা আসন সংখ্যা ২৮টি। সাধারণ ৬০টি আসনের বিপরীতে ৩৪টি আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে, বর্তমানে ফাঁকা আসন সংখ্যা ২৬টি এবং কোটাভুক্ত ৬টি আসনের বিপরীতে ৪টি আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে, বর্তমানে ফাঁকা আসন সংখ্যা ২টি।
 
এনভায়রনমেন্টাল সায়েন্স এ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদে ৬৬টি আসনের বিপরীতে ১৮টি আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে, বর্তমানে ফাঁকা আসন সংখ্যা ৪৮টি। সাধারণ ৬০টি আসনের বিপরীতে ১৪টি আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে, বর্তমানে ফাঁকা আসন সংখ্যা ৪৬টি এবং কোটাভুক্ত ৬টি আসনের বিপরীতে ৪টি আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে, বর্তমানে ফাঁকা আসন সংখ্যা ২টি।

এমএসএম / জামান

একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, সময় দুদিন

কর্তৃত্ববাদী শক্তির সহযোগীদের রক্ষার জন্য নুরের উপর পরিকল্পিত হামলা- ইউটিএল

ইবিতে নিহত শিক্ষার্থী সাজিদকে শিবিরের সংবর্ধনা

ইবি শিক্ষার্থী সাজিদের খুনিদের গ্রেফতারের দাবিত ছাত্রদলের বিক্ষোভ

গকসু নির্বাচন: তিন দিনে মনোনয়ন ফরম ৮৭, উত্তেজনায় ভরপুর গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ অক্টোবর

দেশের স্বার্থেই কম্বাইন্ড ডিগ্রি চালু করতে হবে- ভেটেরিনারি অনুষদের ডিন

সভায় বসেছে প্রকৌশলীদের দাবি নিয়ে গঠিত কমিটি

ইবিতে ইকসু গঠনতন্ত্র প্রণয়নে ১১ সদস্যের কমিটি গঠন

প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ