ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

গভীর রাতে অসহায় বৃদ্ধ-পথশিশুদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন পাবনার মানবদরদী পুলিশ সুপার


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২১-১-২০২২ দুপুর ১:৫৪

এ কোন মানব দরদী। দীর্ঘকায় মানুষটির পরণে প্যান্ট, টিশার্ট। শীত বুঝে গায়ে দিলেন কালো রংয়ের সোয়েটার। মাস্কে মুখ ঢাকা। গাড়িতে উঠলেন। চলতে শুর করল গাড়ি। তার গাড়ির পেছনে রওনা হলো কয়েকটি পিকআপ গাড়ি। একটি গাড়িভর্তি কম্বল। চুপচাপ চলে গেলেন ঈশ্বরদী বাজারের মাহবুব আহমেদ খান স্মৃতি মঞ্চ, বুকিং কাউন্টার ও জংশন স্টেশনে। ব্যস্ততম ঈশ্বরদী তখন ঘুমের প্রস্তুতি নিচ্ছে। গাড়ি-ঘোড়া কমে আসছে বাজার সড়কের রাস্তায়। উত্তরের বাতাস থেকে ধেয়ে আসছে কনকনে হাড় কাঁপানো শীত। স্টেশন এলাকায় জবুথবু হয়ে ঘুমাচ্ছেন কিছু অসহায় বৃদ্ধ-পথশিশু। 

যে মানব দরদী মানুষটি শীতার্তের গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছেন, তিনি আর কেউ নন। যিনি পাবনাবাসীর মণিকোটায় আসন করে নিয়েছেন। তিনি আর কেিউ নন; তিনি পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান পিপিএম। 

গাড়ি থেকে নেমে কম্বল হাতে একে একে জড়িয়ে দিতে থাকলেন মানুষগুলোকে। একটু উঞ্চতা পেয়ে জেগে উঠলেন কেউ কেউ। বিস্ময় ভরা চোখে তাকিয়ে দেখলেন কম্বল জড়িয়ে দেয়া মানুষটি আর কেউ নন; পাবনার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিবুল ইসলাম খান। বৃদ্ধদের কেউ কেউ হাত বাড়িয়ে আশীর্বাদ করলেন। বিনয়ের সঙ্গে এসপি দোয়া চাইলেন। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে পাবনা জেলা পুলিশের উদ্যোগে ২০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বিতরণ শেষে জেলা পুলিশের নিজ ফেসবুক আইডিতে পুলিশ সুপার বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শীতে অসহায় মানুষের পাশে আমাদের একটু দাঁড়ানোর প্রয়াস আপনাদের জন্যই।’

এ সময় পুলিশ সুপারের সাথে ছিলেন- পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মাসুদ আলম, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান, আমবাগান ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) শহিদুল ইসলাম, ঈশ্বরদীর থানার ডিএসবি ইন্সপেক্টর (ইনচার্জ) শেখ মো. মোবারক পারভেজ ও থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলামসহ জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, পাবনা ও ঈশ্বরদীসহ এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত এবং পথশিশুরদের কষ্টের শেষ নেই। এখানে এক সপ্তাহব্যাপী ১১ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা চলছে বলে ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. নাজমুল হক জানান।

এমএসএম / জামান

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন

গোপালগঞ্জ-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর প্রস্তাব জেলা প্রশাসকের

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী