ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে অড্রা এবং লাইফস্প্রিং এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৬-৬-২০২১ দুপুর ১২:৪১

ব্যক্তিগত তথ্য সুরক্ষা,  বাচ্চাদের প্রযুক্তি আসক্তি রোধ এবং ক্ষতিকর অনলাইন কন্টেন্ট নিয়ে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে অড্রা বাংলাদেশ এবং লাইফস্প্রিং এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এসময় উপস্থিত ছিলেন লাইফস্প্রিং এর চেয়ারম্যান ইয়াহিয়া মোঃ আমিন, ও ম্যানেজিং ডিরেক্টর ডাঃ সাঈদুল আশরাফ, এবং অড্রা বাংলাদেশের হেড অফ মার্কেটিং মুনতাসির আহমেদ। সবার জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে অড্রা এই প্রথম বাংলাদেশে নিয়ে এসেছে ওয়াইফাই রাউটার সম্বলিত প্যারেন্টাল কন্ট্রোল ও হোম সিকিউরিটি সল্যুশন। এর সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.audra.io ওয়েবসাইটটিতে।

সাদিক পলাশ / সাদিক পলাশ