ঢাকা বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

সাংবাদিকদের কাছে মেহজাবীনের আবদার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-১-২০২২ বিকাল ৫:৪১

তারকা হলে যেমন খ্যাতি আসে, সেই খ্যাতির সঙ্গে আবার সমান তালে আগমন ঘটে বিড়ম্বনার। কিন্তু বিড়ম্বনা যদি হয় নাম নিয়ে, তাও আবার দেশের টিভি নাটকের শীর্ষ জনপ্রিয় অভিনেত্রীর, তাহলে বিষয়টা তারকার জন্য অস্বস্তিকর বটে!

বলছি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর কথা। গত কয়েকবছর ধরে টিভি নাটকের সম্রাজ্ঞী তিনি। একের পর এক দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। দেশজুড়ে তার ভক্তসংখ্যা অগণন।

এত এত প্রাপ্তির ভিড়েও মেহজাবীনের একটি আক্ষেপ রয়েছে। তার নামের বানান ভুল লেখেন অনেকেই। বিশেষ করে গণমাধ্যমে তার নামের ভুল বানান অহরহ দেখা যায়। যা নিয়ে একাধিকবার সতর্ক করেছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) আবারও বিষয়টি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন মেহজাবীন। সাংবাদিকদের কাছে আবদার করে বলেছেন, যেন তার নামের সঠিক বানান লেখা হয়।

মেহু ফেসবুকে লেখেন, ‘সকল সাংবাদিক ভাই-বোনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমি সব সময় পেয়েছি। আরেকটি আবদার করতে চাই। আমাকে নিয়ে যখন আপনারা গুছিয়ে সুন্দর করে রিপোর্ট লেখেন, আমার খুব ভালো লাগে। তবে শুধু অল্প কিছু সংবাদ মাধ্যমেই আমার নামের সঠিক বানান দেখতে পাই। যারা এখনো জানেন না, তারা একটু আমার নামের সঠিক বানানটা জেনে নিন।’

এরপর নিজের নামের বাংলা ও ইংরেজি দুটো বানানই তুলে ধরেন মেহজাবীন। তার নামের বানান বাংলায়: মেহজাবীন চৌধুরী; ইংরেজিতে: Mehazabien Chowdhury

প্রসঙ্গত, ২০০৯ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন মেহজাবীন চৌধুরী। এরপর থেকেই টানা কাজ করছেন। তবে ২০১৭ সালের পর থেকে তিনি প্রথম সারির অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত।

শাফিন / শাফিন

তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা

মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া

একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা

হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

শুভর নতুন গানের মডেল লিমা

‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’

নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা

জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী