ঢাকা রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-১১-২০২৫ দুপুর ১২:৮

বলিউডের নয়, দক্ষিণী অভিনেত্রী গৌরী জি. কিষাণ। সম্প্রতি নিজের সিনেমা ‘আদার্স’–এর প্রচারণা নিয়ে ব্যস্ত তিনি। চেন্নাইয়ে নতুন সিনেমার প্রচারে গিয়ে ঘটলো অঘটন। অনুষ্ঠানে এক ইউটিউবারের নারীবিদ্বেষী ও শরীর নিয়ে প্রশ্ন করায় তীব্র প্রতিবাদ জানান তিনি। ঘটনাটির ভিডিও এখন ভাইরাল। আজ সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গৌরী।
এ ঘটনার পর গৌরীর পাশে দাঁড়িয়েছেন রিচা চাড্ডা, পার্বতী তিরুভোথু, চিন্ময়ী শ্রীপদা, খুশবু সুন্দর, রাধিকা শরৎকুমারসহ ভারতের চলচ্চিত্র অঙ্গণের অনেক তারকা।
বিবৃতি গৌরি লিখেছেন, ‘কোনো ব্যক্তির দেহ বা শারীরিক গঠন নিয়ে প্রশ্ন তোলা বা মন্তব্য করা সম্পূর্ণ অন্যায়। আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তা কেবল আমার ব্যক্তিগত অপমান নয় বরং শিল্পী ও সংবাদমাধ্যমেরও আপমান বটে।’ 
প্রশ্ন তুলে গৌরী বলেন, ‘আমার সিনেমার বিষয়ে প্রশ্ন না করে এমন অসম্মানজনক প্রশ্ন কেন? একই সুরে কি কোনো পুরুষ অভিনেতাকে এমন প্রশ্ন করা হতো?’
তিনি আরও লিখেন, ‘মজা করে বডি-শেমিং করা বা অবাস্তব সৌন্দর্যের মানদণ্ড চাপিয়ে দেওয়া নতুন কিছু নয়, এটা এখনও চলছে। যারা এমন অভিজ্ঞতা পেয়েছেন, তাদের জন্য বলছি, নিজের অস্বস্তি প্রকাশ করার অধিকার আমাদের আছে।’
গৌরী লিখেছেন, তার প্রতিবাদ কোনোভাবেই ওই ব্যক্তিকে হয়রানি করার জন্য নয়। বরং সবার প্রতি সহমর্মিতা ও সংবেদনশীলতার আহ্বান জানান তিনি।
গত ৬ নভেম্বর চেন্নাইয়ে ‘আদার্স সিনেমার প্রচারণা অনুষ্ঠানে ইউটিউবার কার্তিক নায়ক-নায়িকার জুটিকে ‘অদ্ভুত জুটি’ বলে আখ্যায়িত করেন। এ সময় গৌরী তাকে থামালে তিনি উল্টো তর্কে জড়িয়ে পড়েন। গৌরী তখন জানান, আগেও এই ব্যক্তি তার ওজন জানতে চান এবং আপত্তিকর বিভিন্ন প্রশ্ন করেন।
গৌরী তাকে সোজাসাপ্টা বলেন, ‘আপনি কি জানেন, কোনো নারীর শারীরিক সমস্যা থাকতে পারে? নায়িকা হলে কি শূন্য আকারের হওয়াই নিয়ম? আমার ওজন জানলে ছবির কী উপকার হবে?’
কার্তিক তখন আরও আক্রমণাত্মক হয়ে বলেন, ‘আমি যখন তার ওজন জিজ্ঞেস করি, উনি আমাকে আমার ওজন জিজ্ঞেস করেন! আমি কি অভিনেতা?’
ঘটনার বর্ণনা দিতে গিয়ে গৌরী বলেন, ‘ঘটনাটা বেশ কিছুক্ষণ ধরে চলে। একটা ঘরে কিছু পুরুষ আর তাদের মাঝে ক্রমাগত আক্রমণের মুখে পড়ছিলাম। ভীষণ অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সাধারণত রাগ হলে আমি কাঁদি বা আমার কথা বন্ধ হয়ে যায়। কিন্তু এদিন তা হয়নি। একটা অদ্ভুত শক্তি আমাকে সাহস জুগিয়েছিল। পরিচালক তখনই যদি থামিয়ে দিতেন তাহলে ঘটনা এতদূর এগতো না। যেহেতু এটি আমাদের দু'জনেরই প্রথম প্রজেক্ট, তাই আমি কারও প্রতি ক্ষোভ রাখিনি।’ সূত্র: আউটলুক ইন্ডিয়া

 

Aminur / Aminur

প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী

‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’

শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী

বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা

বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?

‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’

অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়

বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী

ক্যাটরিনার মা হওয়ার আগে বাজে অভ্যাসগুলো ছাড়লেন ভিকি!

‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’

বাগদানের আংটি দেখালেন রাশমিকা!