লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা
ভালো নেই জনপ্রিয় হিন্দি টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্কর। লিভার ক্যানসারে আক্রান্ত হওয়ায় অস্ত্রোপচারের মাধ্যমে যকৃতের প্রায় ২২ শতাংশ বাদ দিতে হয়েছে তার। এছাড়াও দীর্ঘদিন ধরেই নানা ধরনের শারীরিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং আরও দীর্ঘ সময় ধরে থেরাপি নিতে হবে বলে তিনি জানিয়েছেন।
সম্প্রতি একটি পডকাস্টে নিজের অসুস্থতার বিষয়ে কথা বলেন দীপিকা কক্কর। জানালেন, সিটি স্ক্যানের মতো পরীক্ষার মাধ্যমে তার যকৃতের ক্যানসার ধরা পড়ে। ক্যানসার কোষ যকৃতের একটি অংশে বাসা বাঁধায় অস্ত্রোপচার করে তার লিভারের প্রায় এক-পঞ্চমাংশ (২২ শতাংশ) বাদ দিতে হয়েছে।
চিকিৎসা শুরুর পর থেকেই অভিনেত্রী নানাবিধ পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হচ্ছেন; একরকম বাঁচার লড়াইয়েই আছেন অভিনেত্রী। দীপিকা জানান, বর্তমানে তার ঘন ঘন বমি বমি ভাব, মাথা ঘোরানো এবং চুল ঝরে পড়ার সমস্যা হচ্ছে। চুল পড়া বেড়ে যাওয়ায় তিনি পরচুলা ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। শরীরে থাইরয়েডের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় পেট ফাঁপা ও মুখের ঘায়ের মতো সমস্যাও দেখা দিয়েছে।
অভিনেত্রী জানান, গত জুলাই মাস থেকে তার টার্গেটেড থেরাপি শুরু হয়েছে। এই থেরাপি আরও দেড় বছর ধরে চলবে। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন কি না, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। পার্শ্বপ্রতিক্রিয়া ও দীর্ঘ চিকিৎসার কারণে মাঝে মাঝে মানসিক অবসাদও ঘিরে ধরছে অভিনেত্রীকে।
Aminur / Aminur
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’
শরীর নিয়ে আপত্তিকর মন্তব্য, অনুষ্ঠানেই প্রতিবাদ জানালেন অভিনেত্রী
বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাহরুখের ‘কিং’
লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা
বয়সে বড় পুরুষদের প্রতিই কেন আকৃষ্ট সিডনি সুইনি?
‘কলেজের মেয়েরা প্রতি সপ্তাহেই প্রেমিক বদলায়’
অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়
বিতর্কের মধ্যেই যা বললেন মাধুরী
ক্যাটরিনার মা হওয়ার আগে বাজে অভ্যাসগুলো ছাড়লেন ভিকি!
‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’