ঢাকা শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

অডিশনের অপ্রীতিকর অভিজ্ঞতা ভুলতে পারেননি মৌনী রায়


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২৫ দুপুর ১০:৬

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায় এক সাক্ষাৎকারে বলিউডের অন্ধকার দিক নিয়ে কথা বলেছেন, যেখানে ক্যারিয়ারের শুরুর দিকে এক অপ্রীতিকর অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি।
মৌনী রায় জানিয়েছেন, ক্যারিয়ারের প্রথম দিকে ২১-২২ বছর বয়সে তিনি এক অডিশনের জন্য একটি অফিসে গিয়েছিলেন। সেখানে উপস্থিত ছিলেন অনেকেই। ওই অডিশনের একটি দৃশ্যের জন্য তাকে নির্বাচিত করা হচ্ছিল, যেখানে নায়িকা পানিতে পড়ে অচেতন হয়ে যান এবং নায়ক তাকে মুখে শ্বাস দেয়। কিন্তু সেই দৃশ্যের প্রস্তুতি নিতে গিয়ে মৌনী রায়কে অপমানজনক আচরণের শিকার হতে হয়েছিল।
তিনি বলেন, ‘একজন ব্যক্তি হঠাৎ আমার দিকে এগিয়ে এসে কোনো অনুমতি ছাড়াই আমার ঠোঁট চেপে ধরেন এবং সে দৃশ্যটি দেখাতে শুরু করেন। আমি পুরোপুরি হতবাক হয়ে পড়েছিলাম। কয়েক সেকেন্ড কিছু বুঝতেই পারিনি- আমি কী ঘটছে সেটা বোঝার চেষ্টা করছিলাম।’
মৌনী রায় জানান, ওই ঘটনার পর তিনি কাঁপতে শুরু করেন এবং দ্রুত সেখান থেকে বের হয়ে যান। সেই ঘটনাটি তার ওপর গভীর মানসিক আঘাত তৈরি করেছিল, যা তাকে অনেকদিন অস্বস্তিতে ফেলেছিল। আজও সেই ঘটনার স্মৃতি তাকে তাড়া করে।
তবে, মৌনী রায় ওই ব্যক্তির নাম বা পরিচয় প্রকাশ করেননি। সেই ঘটনায় তিনি এতটাই হতাশ ও ব্যথিত হন যে, এটি তার মনে গভীর প্রভাব রেখে যায়।

Aminur / Aminur