কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি : কুসুম শিকদার
নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী কুসুম শিকদার। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সরব। তবে মাঝে দীর্ঘ সময়ের জন্য কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন এই তারকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নীরবতা ভেঙে বিরতির কারণ জানালেন কুসুম। যেখানে তার মন্তব্যে উঠে এসেছে পেশাদারিত্ব ও প্রতিশ্রুতির গুরুত্ব।
অভিনেত্রী জানান, কাজের প্রতি শতভাগ নিষ্ঠা বজায় রাখতে না পারার আশঙ্কা থেকেই তিনি সাময়িকভাবে নিজেকে কাজ থেকে দূরে সরিয়ে নেন। তার মতে, প্রতিশ্রুতি দিয়ে কথা রাখতে না পারা কেবল নিজের নয়, সবার জন্যই ক্ষতিকর।
কুসুম শিকদার বলেন, ‘কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি, আমার মনে হচ্ছিল যে, আমার এমন একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, যে আমি হয়তো কথা দিয়ে অনেক সময় কথা রাখতে পারবো না।’
নিজের এই সমস্যার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তখন আমি নিজেকে সরিয়ে নিয়েছি, যে আপাতত আমি কাজ না করি। যদি কখনো আবার পারি করবো।’
Aminur / Aminur
বাগদানের আংটি দেখালেন রাশমিকা!
কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি : কুসুম শিকদার
‘খুব পরিপাটি পুরুষ আমার একেবারেই পছন্দ নয়’
অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছু বলতে চাই না : তানজিন তিশা
ওজন কমানোর পরও লজ্জা পেতাম : সোনাক্ষী
রাশমিকা মান্দানার বৃহস্পতি তুঙ্গে
‘রাজনীতি একেবারেই বুঝি না’
ভ্যানগাড়িতে ব্যতিক্রমী প্রচারণায় নায়ক রাসেল মিয়া
বারবার ধাক্কা, বিশ্বসেরা হয়ে প্রতিশোধ কে-পপ গায়িকার!
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
শাহরুখ ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য যারা
৫২তে পা রাখলেন মৌসুমী,