বারবার ধাক্কা, বিশ্বসেরা হয়ে প্রতিশোধ কে-পপ গায়িকার!
যার কণ্ঠ এখন বাজছে বিশ্বের নানা প্রান্তে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের গাড়ির স্পিকার থেকে ব্রাজিলের সাও পাওলোর টিকটক ড্যান্স পর্যন্ত- সর্বত্রই! বিশ্বজুড়ে অনেকে তাকে চিনলেও হয়তো তার নামটা জানে না- বলা হচ্ছে কে-পপ শিল্পী ইজেই এর কথা।
সম্প্রতি আমেরিকান অ্যানিমেটেড মিউজিক্যাল আরবান ফ্যান্টাসি ঘরানার চলচ্চিত্র, 'কে পপ ডেমন হান্টার্স' এর টাইটেল সং গোল্ডেন মুক্তি পেয়েছে, যেটি গেয়েছেন ইজেই। বর্তমানে গানটি রয়েছে ইউটিউবের টপ চার্টে। একইসঙ্গে রাতারাতি তারকা বনেও গিয়েছেন এই সংগীত রচয়িতা ও গায়িকা।
কে-পপ জগতে বর্তমানে আলোচিত নাম ইজেই। তবে তার আসল নাম হলো লি ইউন-জায়ে। এই শিল্পীর তারকা হওয়ার স্বপ্ন শুরু হয়েছিল কে-পপ ইন্ডাস্ট্রিজের এসএম এন্টারটেইনমেন্টের মতো নামজাদা প্রশিক্ষণ কক্ষে। যেখান থেকে মূলত বিটিএস বা ব্ল্যাকপিঙ্কের মতো তারকারা সফল হয়েছেন। সেখানে ছিলেন ইজেই, তবে তার অভিজ্ঞতা ছিল ভিন্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে সময়টিকে তার জন্য সবচেয়ে কঠোর শিক্ষা এবং সবচেয়ে গভীর একাকীত্ব বলে বর্ণনা করেন।
ইজেই জানান, সেখানে দীর্ঘ সাত বছর ছিলেন, গান-নাচের তালিম নেন। কিন্তু অভিষেকের শুরুর দিকে বারবার তার গান অপ্রকাশিত হতে থাকে। এতে হতাশ হয়ে ইন্ডাস্ট্রি ছাড়ার কঠিন সিদ্ধান্ত নেন ইজেই।
কিন্তু ইজেই থেমে যাননি। এক পর্যায়ে কে-পপ ডেমন হান্টার্স তার পাশে দাঁড়ায়; আর তাকে সুযোগ দেয়। কাজের ক্ষেত্রে সৃজনশীল স্বাধীনতা দেওয়ারও সুযোগ দেওয়া হয় ইজেইকে। এই স্বাধীনতার ফলস্বরূপ, ইজেই প্রকাশ করলেন 'গোল্ডেন', যেখানে তার সঙ্গে গলা মেলান আরও দুই গায়িকা।
কে পপ ডেমনস এর লেবেলে গানটি প্রকাশ করে সনি পিকচার্স এনিমেশন। এরপরই গানটি দ্রুত ভাইরাল হয়। প্রকাশের চার মাস পরও এখনও ইউটিউবের টপ চার্টে আছে গানটি, ভিউ হয়েছে ৬৫২ মিলিয়নেরও বেশি। এর মাধ্যমে ইজেই প্রমাণ করেছেন, বড় লেবেলের বাইরেও প্রকৃত প্রতিভা থাকলে শিল্পীরা গ্লোবাল স্টার হিসেবে তৈরি হতে পারে। শ্রোতারা মনে করেন, চার্ট শীর্ষে থাকা ইজেই এর এই সাফল্য প্রতিশোধের চেয়েও হয়তো বেশি কিছু।
এমএসএম / এমএসএম
ভ্যানগাড়িতে ব্যতিক্রমী প্রচারণায় নায়ক রাসেল মিয়া
বারবার ধাক্কা, বিশ্বসেরা হয়ে প্রতিশোধ কে-পপ গায়িকার!
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
শাহরুখ ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য যারা
৫২তে পা রাখলেন মৌসুমী,
তাহসানের সঙ্গে নাম জড়াতেই প্রেমিককে প্রকাশ্যে আনি : ফারিণ
কৌশানিকে মেকআপ ছাড়া দেখতে চাইলেন পরিচালক, অতঃপর...
সংগীতশিল্পী ইমন খানের বাজিমাত
সিরিয়ালে অভিনয় করতে আসিনি : শুভশ্রী
দুই বছর পর নাটকে ফিরলেন সারিকা
ঘরোয়া সাজে স্নিগ্ধ জয়া, নতুন লুকে ছড়ালেন মুগ্ধতা
বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ : পূজা চেরি