‘দীপিকার অনেক আগে আমি মা হয়েছি’
টালিগঞ্জের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। অভিনয়, গ্ল্যামার আর ব্যক্তিগত জীবন সব মিলিয়ে তিনি সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, মাতৃত্ব এবং টলিউডের কর্মসংস্কৃতি নিয়ে অকপট কথা বললেন এই অভিনেত্রী।
বিশেষ করে বলিউডের দীপিকা পাড়ুকোন যখন দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার দাবি তুলেছেন। ঠিক সেই সময়েই টলিউডের এই চিত্রনায়িকা জানালেন, দীপিকার অনেক আগেই তিনি মা হয়েছেন এবং মাতৃত্বের পর নিজের কাজের সময়সূচি নির্ধারণ করে নিয়েছেন।
টলিউডে নাকি দৈনিক ২০ ঘণ্টা কাজ চলে এমন একটি প্রচলিত ধারণার সঙ্গে দীপিকা পাড়ুকোনের কাজের সময় সংক্রান্ত বিতর্কের বিষয়ে শুভশ্রী প্রথমে মুম্বাই ও টালিগঞ্জের পার্থক্য তুলে ধরেন।
তার মতে, মুম্বাই ইন্ডাস্ট্রির মতো সুযোগ-সুবিধা টালিগঞ্জে নেই। এখানে প্রযোজক, পরিচালক, নায়াক-নায়িকা কেউই তেমন সুবিধা পান না। সবাইকে সীমিত বাজেট এবং সময়ের মধ্যে কাজ করতে হয়।
তবে এই প্রসঙ্গে শুভশ্রী নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা জানিয়ে চমক দেন। তার কথায়, ‘যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চাওয়া হয়, তা হলে বলব কোনও দিন কোনও সমস্যায় পড়িনি। দীপিকার অনেক আগে আমি মা হয়েছি।’
তিনি আরও বলেন, ‘সবাই জানেন, আমরা কতটা সীমিত বাজেট এবং সময়ের মধ্যে কাজ করি। কিন্তু যখন থেকে আমি মা হয়েছি, তারপর আমার শর্তাবলি অনুযায়ী কাজ করতে রাজি হয়েছেন পরিচালক, প্রযোজকেরা। আমি কিন্তু দিনে একটা নির্দিষ্ট সময় অবধিই কাজ করি। তা নিয়ে কেউ কখনও প্রশ্ন তোলেননি। কেউ শিরোনামও লেখেননি। কোনও কাজ থেকে বাদ পড়েছি, এমনও নয়। সবাই সম্মান দিয়েছেন।’
Aminur / Aminur
ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি
কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী দীক্ষিত
লুকিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা!
তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?
ছিনতাইয়ের শিকার রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন
সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!
অনন্যার রোদে পোড়া ছবি প্রকাশ সুহানার— কেন হঠাৎ এমন পোস্ট?
‘আমার সন্তানদের রেহাই দিন’
এআই নায়িকা টিলি নরউডকে নিয়ে হলিউডে আতঙ্ক কেন?
বেড়াতে গিয়েছিলেন নায়িকা, সুযোগে বিয়ে করে নিলেন প্রবাসী!
বিয়ে বাড়িতে গেয়ে কত নিলেন জেনিফার লোপেজ?
তারকারা হঠাৎ হাতে-গালে সংখ্যা লিখছেন কেন?