পাবনা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ছাড়া সব পদেই আ’লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী

পাবনা আইনজীবী সমিতির নির্বাচনে একমাত্র সভাপতি পদ ছাড়া সব কটিতেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। পাবনা জেলা আইনজীবী সমিতির ২০২২ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি প্রার্থী খন্দকার মাসুদুর রহমান মাসুদ ১৮৬ ভোট পেয়ে সভাপতি এবং আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী তৌফিক ইমাম খান ( তৌফিক) ২০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন শেষে রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। দায়িত্বরত কমিশনার সিনিয়র আইনজীবী আব্দুর রহিম এ ফলাফল ঘোষণা করেন।
আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শওকত আলী ছিকাত পেয়েছেন ১৪৫ ভোট। এছাড়া বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের সাধারণ সম্পাদক পদে নাজমুল হোসেন শাহিন পেয়েছেন ১২৪ ভোট। অন্য পদগুলোর মধ্যে সহসভাপতি আব্দুল হামিদ (১৮৪) ও কাজী মাহবুবুল আলম (১৮২), কোষাধ্যক্ষ কাজী সাইদুর রহমান (২০৫), যুগ্ম-সম্পাদক (উন্নয়ন) মকিবুল আলম লাভলু (১৮৩), যুগ্ম-সম্পাদক (লাইব্রেরি) আল-আমিন (১৯৪), যুগ্ম-সম্পাদক (সাংস্কৃতিক) রফিকুল ইসলাম (১৮৫) ও অডিটর পদে আকরামুজ্জামান মামুন (১৮৬) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মৌসুমী আক্তার, কাউসার আহমেদ কাজল, সাইফুল ইসলাম ও আশরাফুজ্জামান প্রিন্স। একমাত্র সভাপতি ব্যতিত বাকি সব পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেল থেকে নির্বাচিত হয়েছে।
বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি প্রার্থী খন্দকার মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ১৮৬ ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি প্রার্থী শওকত আলী ছিকাত পেয়েছেন ১৪৫ ভোট।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী তৌফিক ইমাম খান ( তৌফিক) পেয়েছেন ২০৯ ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন শাহিন পেয়েছেন ১২৪ ভোট।
নির্বাচনে মোট ৩৬০ জন ভোটারের মধ্যে ৩৪২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ১৩টি পদের বিপরীতে ২৫ জন প্রার্থী দু’টি প্যানেলে বিভক্ত হয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।
১৩ পদের বিপরীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত শওকত আলী ছিকাত- তৌফিক ইমাম খান পরিষদ সবকটি পদেই প্রার্থী দিয়েছিল। তবে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত মাসুদ-শাহিন প্যানেলে একজন সদস্য রেখে বাকি ১২ পদে প্রার্থী দিয়েছিল।
জামান / জামান

নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকার পরিষদ (জিওপি) নেতা লায়ন মো. নূর ইসলাম

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন

গোপালগঞ্জ-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর প্রস্তাব জেলা প্রশাসকের

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত
