জায়েদ খান আমাকে জোর করে নির্বাচনে দাঁড় করিয়েছেন: বাপ্পারাজ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যকরী সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ। তিনি পেয়েছেন মাত্র ১১৭ ভোট।
নির্বাচনে পরাজয়ের বিষয়ে বাপ্পারাজ গণমাধ্যমকে বলেন, আমি তো মাঠে খেলিই নাই, হারলেই কী, জিতলেই কী। মাঠে নেমে যদি আমি খেলাতাম, তবেই না হার-জিতের কথা ছিল। আমি তো নিজ থেকে ভোটেই দাঁড়াইনি। জায়েদ খান মনোনয়ন পত্র তুলে এনে একরকম জোর করেই আমার কাছ থেকে স্বাক্ষর নিয়ে গেছে। গতবারও সে এসে একই কাজ করেছিল।
তিনি বলেন, আমার এসবে আগ্রহ নেই। আমি কারও কাছে ভোটও চাইনি। এমনকি আমি আমার নিজের ভোটটিও দিতে যাইনি। তবে এবার যে ১১৭ ভোট পেয়েছি, তা নিঃস্বার্থভাবেই পেয়েছি। ভোটারদের ভালোবাসা থেকে পেয়েছি।
এর আগে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এফডিসিতে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। ফলাফলে দেখা যায়, ১৯১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। এছাড়া ১৭৬ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।
নির্বাচনে কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদে নির্বাচিতরা হলেন- অঞ্জনা সুলতানা (২২৫ ভোট), অরুনা বিশ্বাস (১৯২ ভোট), অমিত হাসান (২২৭ ভোট), আলীরাজ (২০৩ ভোট), কেয়া (২১২ ভোট), চুন্নু (২২০ ভোট), জেসমিন (২০৮ ভোট), ফেরদৌস (২৪০ ভোট), মৌসুমী (২২৫ ভোট), রোজিনা (১৮৫ ভোট), সুচরিতা (২০১ ভোট)।
এই পদে প্রতিদ্বন্দ্বিতা করে যারা হেরেছেন- আফজাল শরীফ (১৬৩ ভোট), আসিফ ইকবাল (১৬৮ ভোট), গাংগুয়া (৯৯ ভোট), ডন (১১০ ভোট), নাদির খান (১৭৯ ভোট), নানা শাহ্ (১৬২ ভোট), পরীমনি (৭৯ ভোট), বাপ্পারাজ (১১৭ ভোট), রবিউল ইসলাম হরবোলা (৪৭ ভোট), শাকিল খান (৭৯ ভোট), সাংকোপাঞ্জা (৮২ ভোট), সিমান্ত (১৭৩ ভোট), হাসান জাহাঙ্গীর (১১১ ভোট)।
শাফিন / শাফিন
তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবো না : মিমি
মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা
মেয়েদের নিয়ে নোংরামি ছড়ানো মানসিক অসুস্থতা: স্পর্শিয়া
একই মঞ্চে বাপ্পা মজুমদার ও মেহজাবীন মেহা
হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া
শুভর নতুন গানের মডেল লিমা
‘ছাগলের তিন নাম্বার বাচ্চা থেকে আজ নায়ক হয়েছি’
নেহা কক্করের নাম করে লাখ টাকার প্রতারণা
জন্মদিনের আবহে মুগ্ধতা ছড়ালেন মিম
প্রযোজনা সংস্থার অফিসে ভয়ংকর অভিজ্ঞতার বর্ণনা দিলেন অভিনেত্রী
‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’
‘নায়িকারা রাজনীতিতে আসে পরিচিতির জন্য, আমি সেই ধারণা ভেঙেছি’