নাঈম-সাইফউদ্দিনের ব্যাটিং ঝড়ে আবাহনীর জয়
নাঈম শেখ ও সাইফউদ্দিনের ব্যাটিং ঝড়ে অবিশ্বাস্য জয় পেয়েছে আবাহনী। ঢাকা প্রিমিয়ার লিগের একাদশ রাউন্ডের খেলায় লিজেন্ডস অব রূপগঞ্জকে ৫ উইকেটে হারিয়েছে তারা। বৃহস্পতিবার (১৭ জুন) রাজধানীর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে লিজেন্ডস অব রূপগঞ্জ। বৃষ্টির কারণে প্রতি দলের ১৮ ওভার করে ম্যাচ নির্ধারণ হয়। নির্ধারিত ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে রূপগঞ্জের সংগ্রহ দাঁড়ায় ১৬২ রান।
১৬৩ রানের টার্গেটে খেলতে নেমে আবাহনীর টপঅর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হন। ওপেনিং জুটিতে ৩৫ রান হলেও পরবর্তী ব্যাটসম্যানরা দলকে তাদের সেরাটা দিতে পারেননি। বড় ইনিংস খেলতে ব্যর্থ হন মুশফিক-আফিফ-মোসাদ্দেকরা। মুশফিকুর রহিম ১৮ বলে ২০, আফিফ হোসেন ধ্রুব ১২ বলে ২১ ও মোসাদ্দেক হোসেন সৈকত ১১ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন। এরপর দলের হাল ধরেন ছয় নম্বরে নামা নাঈম শেখ ও সাত নম্বরে নামা মোহাম্মদ সাইফউদ্দিন। নাঈমের ব্যাটিংয়ে শেষদিকে রোমাঞ্চকর পরিণতির দিয়ে এগোয় ম্যাচ। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন সাইফউদ্দিন। শেষ পর্যন্ত ২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। নাঈম ২টি করে চার ও ছক্কায় ১৯ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। আরেক অপরাজিত ব্যাটসম্যান সাইফউদ্দিন ১১ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন।
এর আগে লিজেন্ডস অব রূপগঞ্জ দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলী অনিক। ৪২ বলে তার ইনিংসটি ছিল ৩টি চার ও ২টি ছক্কায় সাজানো। এছাড়া সাব্বির রহমান ২৭ বলে ৩৫, আল আমিন ১৪ বলে ২৬, অধিনায়ক নাঈম ইসলাম ১২ বলে অপরাজিত ১৬ ও মুক্তার আলী ৫ বলে অপরাজিত ১৪ রান করেন। আবাহনীর পক্ষে মেহেদী হাসান রানা ৩টি এবং মোহাম্মদ সাইফউদ্দিন ২টি উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোর
টস : লিজেন্ডস অব রূপগঞ্জ
লিজেন্ডস অব রূপগঞ্জ : ১৬২/৫ (১৮ ওভার) জাকের আলী ৫২, সাব্বির ৩৫; রানা ৩৭/৩, সাইফউদ্দিন ৩৬/২
আবাহনী লিমিটেড : ১৬৪/৫ (১৭.৪ ওভার) নাঈম ৩৯*, শান্ত ২৯, মুনিম ২২, সাইফউদ্দিন ১৪*; শহীদ ৩১/২, সানজামুল ১৯/১
ফল : আবাহনী ৫ উইকেটে জয়ী।
জামান / জামান
দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের
চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে
রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ
উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল
সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে
ক্ষোভে নোয়াখালীর অনুশীলন রেখে সিলেট ছাড়ছেন সুজন-তালহা
‘বিশ্বকাপে আর্জেন্টিনার ভারসাম্যই বদলে দিতে পারেন মেসি’
ক্লাব কিনছেন দানি আলভেস
বিপিএলের আগেই ক্রিকেটারদের খুশি করল রংপুর, এখনো টাকা দেয়নি যারা
ট্রান্সফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় স্বস্তি রোনালদোর ক্লাবে
বড় ইনজুরির দুঃসংবাদ রেকর্ড ট্রান্সফারে আসা লিভারপুল তারকার
সৌদিতে লোহিত সাগর তীরে রোনালদোর দুই ভিলা