শীত শেষে ত্বকের যত্ন

মন কেমন করা অনুভবে ঋতুরাজ বসন্তের আগমনী গান সর্বত্র। প্রকৃতির এ পরিবর্তনের চিহ্ন নারীর ত্বককেও প্রভাবিত করে। শীত থেকে গরমের শুরুর সময়টাতে আবহাওয়ার পরিবর্তনের জন্য ত্বক কিছুটা রুক্ষ হয়ে যায়। ধুলাবালি, ঘামের কারণেও ত্বক হয়ে ওঠে অনুজ্জ্বল।
এ সময় শুষ্কতার কারণে ত্বকে মরাকোষ জন্ম নেয়। ত্বকের মতো চুলও রুক্ষ, নিষ্প্রাণ হয়ে যায়। ঋতু পরিবর্তনের মিশ্র আবহাওয়াতে ত্বক ও চুলের এরকম নানা সমস্যা দূর করতে প্রয়োজন বিশেষ সচেতনতা। আমাদের ত্বক ও চুলকে শীতের শেষের আবহাওয়া উপযোগী করে তুলতে হবে।
ফেসিয়াল করতে হবে : শীতের শেষভাগে অর্থাৎ গরমের শুরুর দিকটাতে ফেসিয়াল করে নিলে ত্বকের রুক্ষতা, মরাকোষ, অনুজ্জ্বলতা অনেকটাই দূর হবে। এক্ষেত্রে ফ্রুটিস, হোয়াইটোনিং, নরমাল, হারবাল যেকোনো ফেসিয়াল করতে পারেন।
ত্বকের যত্নে মনোযোগ দিন : ফাল্গুনের শুরুতেই নিয়ম করে ত্বক ক্লিঞ্জিং, টোনিং ও ময়েশ্চারাইজিং করুন। ত্বক পরিষ্কার করে শসার রস লাগিয়ে টোনিং করে ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। একদিন পর পর ত্বক স্ক্রাবিং করতে পারেন। তবে ত্বকে ব্রণ থাকলে স্ক্রাবিং না করে অ্যালোভেরা জেল ব্যবহার করবেন। কারণ অ্যালোভেরা ত্বককে নরম, হাইড্রেট ও উজ্জ্বল করার পাশাপাশি ব্রণও দূর করে।
রুক্ষ চুলে যত্ন নিন : শীত শেষে চুল রুক্ষ হয়ে যায়। এ সময়টাতে চুলে স্মুদিং ট্রিটমেন্ট কারানোর পাশাপাশি সপ্তাহে এক থেকে দুইবার ডিপ কন্ডিশনিং এবং ঘরোয়া প্যাক ব্যবহার করতে পারেন। এ ছাড়া চুলে তেল দিতে হবে। রাতে নারিকেল তেল হালকা গরম করে স্ক্যাল্পে এবং পুরো চুলেও লাগিয়ে রেখে সকালে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নেবেন। আর চুলে ধুলাময়লা বেশি জমলে প্রতিদিন না করে, একদিন অন্তর শ্যাম্পু করতে হবে। শ্যাম্পুর পর চুল মুছে নিয়ে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন। কারণ কন্ডিশনার চুলকে নরম ও মসৃণ রাখে।
জামান / জামান

অফিসে দীর্ঘ সময় বসে থাকলে কি হরমোনের ভারসাম্য নষ্ট হয়

মিষ্টি পেয়ারা চিনবেন কীভাবে?

খেজুর কতটা উপকারী?

তিরামিসু তৈরির রেসিপি

মোচার বড়া তৈরির রেসিপি

চালতার আচার তৈরির রেসিপি

চুল পড়া বন্ধ করবে এই ৪ খাবার

কোষ্ঠকাঠিন্য দূর করার ৫টি ঘরোয়া উপায়

ত্বকে বয়সের ছাপ কমাবে যেসব পানীয়

ক্রিম মাশরুম স্যুপ তৈরির রেসিপি

গর্ভাবস্থার শেষের দিকে আয়রনের ঘাটতি পূরণে যা খাবেন

পেটফাঁপা কিংবা কোষ্ঠকাঠিন্য, এই ৫ বীজ খেলে মিলবে উপকার
