পাবনা জেলা আ‘লীগের ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে সাজ সাজ রব, কে হচ্ছেন সভাপতি-সম্পাদক

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ১৯ ফেব্রুয়ারি-২০২২ পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে চালছে ব্যাপক প্রচার-প্রচারণাসহ নানা আয়োজন। পাবনা পুলিশ লাইনসে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে মাঠে থাকা তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে জেলা আওয়ামী লীগের শক্তিশালী কমিটি গঠন হবে বলে প্রত্যাশা করছেন দলের সর্বস্তরের কর্মী-সমর্থক।
পাবনা জেলা আ’লীগের সম্মেলনকে ঘিরে পাবনা শরের প্রধান প্রধান সড়কে ব্যানার-ফেস্টুনে ভরে গেছে। নতুন মাত্রায় সেজেছে পাবনা শহর। সবাই ১৯ ফেব্রুয়রির দিকে তাকিয়ে আছেন। কে হচ্ছেন পাবনা জেলা আ’লীগের সভাপতি, সম্পাদক?
বিভিন্ন সূত্রে জানা যায়, সাবেক ভূমিমন্ত্রী শামছুর রহমান শরীফ এমপি ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকা অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে রয়েছেন জেলা সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লাল। অন্যদিকে ২০১৪ সাল থেকে এপর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি।
তবে সম্মেলকে ঘিরে বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে-তারা হলেন সভাপতি পদে: পাবনা জেলা পরিষদ চেয়পরম্যান জেলা আ’লীগৈর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল, পাবনার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক ও রাজনীতিক ইদ্রিস আলী বিশ্বাস, পাবনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তৌফিকুর আলম তৌফিক, পাবনা-৪ আসনের সংসদ সদস্য নূরুজ্জামান বিশ্বাস এমপি, পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আজিজুল হক আরজু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালম আজাদ, সাবেক ভূমিমন্ত্রী শামছুর রহমান শরীফ এমপির কন্যা মেহজাবিন পিয়া।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন-গোলাম ফারুক প্রিন্স এমপি, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, এডভোকেট লোয়েত আলী বিল্লু, পাবনা পৌরসভার তিনবার নির্বাচিত মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি সোহেল হাসান শাহীন, ইঞ্জিঃ আব্দুল আলীম, মাজহারুল ইসলাম মানিক প্রমুখ।
তথ্যানুযায়ী ১৯৬২ সাল থেকে যারা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তাদের স্মৃতিচারণ করতে গিয়ে বেশ কয়েকজন প্রবীণ আওয়ামী লীগ কর্মী বলেন, ৫২-র ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালে পাবনায় প্রতিরোধ যুদ্ধ এবং চুড়ান্ত মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এমন অনেক বরেণ্য নেতা পাবনা জেলা আওয়ামী লীগের বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদদের পদ অলঙ্কিত করেছেন। পাবনাবাসী আজও শ্রদ্ধার সাথে তাদের র স্মরণ করেন।
জেলা আওয়ামী লীগের সংরক্ষিত একটি তালিকা বোর্ডে প্রাপ্ত তথ্যসূত্রে দেখা যায়, ১৯৬২-৭১ পর্যন্ত জেলা আওয়ামী লীগে সভাপতি ছিলেন মোঃ আমজাদ হোসেন, এসময় সাধারণ সম্পাদক ছিলেন আব্দুর রব বগা মিয়া। ’৭১ সালে আমজাদ হোসেন মৃত্যুবরণ করলে ৭১-৭২ পর্যন্ত মোঃ হাকিম উদ্দিন শেখ ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। এসময় বগা মিয়া সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ১৯৭২-৭৩ সাল পর্যন্ত আব্দুর রব বগা মিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি হন এবং এসময় ওয়াজিউদ্দিন খাঁন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭৩-৭৭ সালে আবু তালেব খন্দকার জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এসময় সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন মোহাম্মদ নাসিম।
১৯৭৮- ৮১ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন গোলাম হাসনায়েন, এসময় সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন রফিকুল ইসলাম বকুল। ১৯৮১-৯৩ সাল পর্যন্ত ওয়াজি উদ্দিন খাঁন জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন, এসময় সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন রফিকুল ইসলাম বকুল। ১৯৯৩-৯৭ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন ওয়াজি উদ্দিন খাঁন, এসময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন মোহাম্মদ রেজাউল রহিম লাল। ১৯৯৭-২০০৪ সাল পর্যন্ত ওয়াজি উদ্দিন খাঁন সভাপতির দায়িত্ব পালন করেন এবং ২০০৪ সাল হতে ২০১৪ সাল পর্যন্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন এড. শামসুল হক টুকু।
২০১৪ সাল হতে ২০২০ সাল পর্যন্ত জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন শামছুর রহমান শরীফ ডিলু, এসময় হতে অদ্যবধি সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন গোলাম ফারুক প্রিন্স এমপি। েেজলা আওয়ামী লীগের সভাপতি থাকা অবস্থায় শামছুর রহমান শরীফ ডিলু মৃত্যুবরণ করলে সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল ভারপপ্রপ্ত সভাপতির দায়িত্বে রয়েছেন। আগামী ১৯ ফেব্রুয়ারির সম্মেলনের মধ্যদিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করা হবে বলে পাবনাবাসী ও তৃণমূলের দলীয় নেতা-কর্মীদের প্রত্যাশা।
শাফিন / জামান

নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকার পরিষদ (জিওপি) নেতা লায়ন মো. নূর ইসলাম

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন

গোপালগঞ্জ-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর প্রস্তাব জেলা প্রশাসকের

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত
