ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

প্রবাসীদের প্রেরিত অর্থ দেশের চালিকাশক্তি : রেজাউল করিম


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৬-২-২০২২ দুপুর ৪:৫৭
প্রবাসীদের প্রেরিত অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের চালিকাশক্তি এখন প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। রেমিট্যান্সের ওপর ভিত্তি করে দেশের বাংলাদেশ ব্যাংকে সঞ্চিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে জানান ওমরাহ পালন করতে পবিত্র মক্কায় আসা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
 
তিনি বলেন, প্রবাসীরা দেশের রেমিট্যান্স যুদ্ধা কিন্তু আমি শুনেছি তারা বিদেশে থেকে দেশে গেলে এয়ারপোর্টে হয়রানির শিখার হতে হয়। এই ব্যাপারে আমার কঠোর নির্দেশনা আছে যেন চট্টগ্রাম এয়ারপোর্টে কোন প্রবাসী ভাইকে অহেতুক যেন হয়রানি না করে এবং আমরা কঠোর নজরদারি রাখছি।মঙ্গলবার রাতে সৌদি আরবের পবিত্র মক্কাযর স্থানীয় একটি কমিউনিটি সেন্টার আওয়ামী  ফাউন্ডেশনের কতৃক আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে চসিক মেয়র এইসব কথা বলেন। 
 
তিনি আরো বলেন, প্রবাসীরা কঠোর পরিশ্রম করে দেশে টাকা পাঠায় আর দেশে কিছু লোক তাঁদের সম্পদ বা বাড়িঘর দখল করার চেষ্টা করে এমন অভিযোগ পেলে আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব, আর প্রবাসীদের জন্য সিটি মেয়রের দরজা সবসময় খুলা থাকবে বলেও জানান তিনি।
 
আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি বেলাল পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাসেদুর রহমান কাসেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।
 
প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে হুইপ সামশুল হক বলেন , বাংলাদেশের জনগণ যারা প্রবাসে রয়েছেন তারা সব সময় আমাদের দেশের জন্য অবদান রেখে যাচ্ছেন। যেই দেশে থাকেন সেই দেশের এবং আমাদের বাংলাদেশ উভয় দেশেই আর্থ-সামাজিক উন্নয়নে বিরাট অবদান প্রবাসীরা রাখছে। বৈশ্বিক শ্রম বাজারে কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব পড়ায় অনেক অভিবাসী ইতোমধ্যে দেশে প্রত্যাবর্তন করেছেন। বাংলাদেশ সরকার তাদের জন্য স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ এবং পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করছে। শেখ হাসিনা সরকার প্রবাসী বান্ধব। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. নাজমুল হক, বিশিষ্ট নারী নেত্রী সামাজিক ও মিডিয়া ব্যক্তিত্ব জিন্নাত সোহানা চৌধুরী, চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুন্নবী লেদু, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মিল্টন, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কায়কোবাদ ওসমানী। 
 
বক্তব্য দেন- মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি শমসের আলম, সহ সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি আমীর হোসেন, মক্কা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি হাসান জসিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আওয়ামী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবদুল খালেক,মক্কা বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি রিয়াজ আকবর চৌধুরী, মক্কা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী বিল্লু, জেদ্দা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক  মিটু, চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি  এম ওয়াই আলাউদ্দিন , জিটিভি সৌদি আরব প্রতিনিধি সাংবাদিক সেলিম আহমেদ প্রমুখ।
 
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমানে ও মক্কা বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি রিয়াজ আকবর চৌধুরীর , মক্কা আওয়ামী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন, আবদুল মতিন, শাহজাহান সোলায়মান সহ আরো অনেকেই।

শাফিন / জামান

কাতার মাইজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

কাতারে লক্ষ্মীপুর জেলা সমিতি উদ্যোগে বিনামূল্যের স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে

সৌদিআরবের ফ্যাশন এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণে বাড়ছে ব্যানিজ্য সম্পর্কের সম্ভাবনা

জেদ্দায় নবনিযুক্ত কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রথমবারের মতো সৌদিতে একক "মেইড ইন বাংলাদেশ " এক্সপো মেলা ডিসেম্বরে

বাংলাদেশি প্রকৌশলীদের মর্যাদা ও স্বীকৃতি সংক্রান্ত স্মারকলিপি প্রদান

মরহুম হারিছ চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে কাতারে শোকসভা ও দোয়া মাহফিল

কাতার যুবদলের সাথে কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার মতবিনিময়

কাতারে ইসলামী আন্দোলনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন সদস্য সম্মেলন

পূর্বের কমিটি নিয়ে অসন্তোষ, শরিয়তপুর সমিতির নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা

আমিরাতে লটারিতে ৬৬ কোটি জিতলেন এক বাংলাদেশি, আরেকজন পেলেন রেঞ্জ রোভার

কাতারে লক্ষীপুর জেলা ঐক্য পরিষদ গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত

কাতারে বাংলাদেশ দূতাবাস থেকে সাংবাদিক সাদ্দামকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান