ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ইয়ামাহা আনল নতুন বাইক


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯-৬-২০২১ সকাল ৯:৩৩

জাপানের জনপ্রিয় বাইক নির্মাতা প্রতিষ্ঠান ইয়ামাহা বাজারে নতুন বাইক আনল। মডেল ইয়ামাহা এফজেড-এক্স। সম্প্রতি ভারতের বাজারে এই বাইক বিক্রি শুরু হয়েছে।

ইয়ামাহা বলছে তাদের নতুন মডেল নিও-রেট্রো বাইক। হাই রোডে বিশেষ করে লং ড্রাইভের জন্য একেবারে আদর্শ এই বাইক। পুরোনো ধাঁচে নতুন ফিচারে ভরপুর ইয়ামাহা এফজেড-এক্স।

নতুন জেনারেশনের বাইককে টেক্কা দিতে সক্ষম এই বাইক।

এই বাইকে রয়েছে ১৪৯ সিসির ইঞ্জিন। সিঙ্গল সিলিন্ডার। সঙ্গে থাকছে ফোর স্ট্রোক ও ২- ভালভ।

বাইকটিতে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস এবং ফ্রন্ট ডিস্ক ব্রেক। পিন পয়েন্ট ব্রেকিংয়ের সঙ্গে সুপার স্টেবিলিটি রয়েছে।
দুজনের সিট রয়েছে। সেটি আরামদায়ক বলে দাবি ইয়ামাহার।

ব্লক প্যাটার্ন টায়ার দেয়া হয়েছে এতে। ফলে ব্যস্ত রাস্তা হোক বা হাইওয়ে সব প্রতিকূলতা সইতে পারবে এই টায়ার। পাশাপাশি ভেজা রাস্তাতেও স্কিড করার সম্ভাবনা নেই বলে দাবি বাইক নির্মাতা সংস্থার। এই বাইকে টেলিস্কোপিক সাসপেনশন এবং ফ্রন্ট ফর্ক বুটস রয়েছে।

বাইকে থাকছে বিআই-ফাংশনাল হেড লাইট, এবং ডিআরএল। ফলে রাতের অন্ধকার হোক বা কুয়াশা বাইক চালাতে সুবিধা হবে।

স্লিক এলইডি টেইল লাইট রয়েছে এতে। পিছনের জন যাতে ভালভাবে ধরে বসতে পারে তার জন্য থাকছে গ্র্যাব হ্যান্ডেল।

বাইকে রয়েছে স্টাইলিশ এলসিডি ইনস্ট্রুমেন্ট স্ক্রিন।
তিনটি রঙের মিশ্রণে বাইকটি পাওয়া যাবে। ভারতে দাম ১ লাখ ১৯ হাজার ৮০০ রুপি।

প্রীতি / প্রীতি

অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপ চ্যাট করবেন যেভাবে

মঙ্গলের হিমবাহের ৮০ শতাংশই বিশুদ্ধ পানির বরফ: গবেষণা

জিমেইল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী বিটচ্যাট, চলবে ইন্টারনেট ছাড়াই

বাইকের ব্যাটারির যত্ন ও চার্জ ধরে রাখবেন যেভাবে

এসিরও হার্ট আছে জানেন কি?

ফ্যাক্ট চেকিংয়ের পরিবর্তে ‘কমিউনিটি নোটস’ আসছে

স্টারলিংকের ইন্টারনেটে স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ

প্রতি মাসে জেমিনি ব্যবহারকারী ৩৫ কোটির বেশি

এসিই রুম হিটারের কাজ করবে, জানুন পদ্ধতি

গুগল ডুডলে নতুন বছর বরণ

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এআই গডফাদারের ভয়ংকর ভবিষ্যদ্বাণী

গ্রামীণফোনে ‘লিমিটলেস’ ভিডিও দেখার সুযোগ