বিধিনিষেধের মধ্যেই আগামীকাল পাবনা জেলা আ‘লীগের সম্মেলন

কোভিড-১৯ এর নতুন ধরণ ওমিক্রনের প্রাদুর্ভাবের পর সংক্রমণ ঠেকাতে সারা দেশে উন্মুক্ত স্থানে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় লোকসমাগমের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকারের এমন বিধিনিষেধ উপেক্ষা করেই বড় ধরনের লোকসমাগম ঘটিয়ে পাবনা জেলার শাখার সম্মেলনের আয়োজন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) খোদ পুলিশ লাইনস মাঠের উন্মুক্ত স্থানে সম্মেলনের এই মহাআয়োজন। বড় ধরনের সমাগম ঘটাতে জেলাব্যাপী ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও উপস্থিত থাকবেন- প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।
৭ বছর পরের এই সম্মেলনকে ঘিরে উৎসব বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে। বেশ সরগরম হয়ে উঠেছে জেলার রাজনৈতিক মাঠ। মিছিল-মিটিংসহ নানান মাধ্যমে জানান দিচ্ছেন পদপ্রত্যাশীরা। দৌঁড়ঝাপ শুরু করেছেন প্রার্থীরা, স্ব-স্ব পদে নিজেদের প্রার্থী হিসেবে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। পোস্টার, ব্যানার-ফেস্টুন, বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো জেলা শহর। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার-প্রচারণা চোখে পড়ার মতো।
জেলার বর্তমান কমিটির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সম্মেলন ঘিরে দ্বিধা-বিভক্ত চরমে পৌঁছেছে। গত পৌরসভা নির্বাচনকে ঘিরে বিভক্ত হওয়া দুইগ্রুপই নিজেদের অস্তিত্ব রক্ষার ব্যাপক তৎপরতা বাড়িয়েছে। পৌর, উপজেলা ও জেলার কমিটি এবং জনপ্রতিনিধির শীর্ষপদগুলোতে থাকা কৃষ্ণপুর- গাবিন্দ বলয় ভাঙতে ব্যাপক তৎপরতা বাড়িয়েছে প্রতিপক্ষ গ্রুপ। এই গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন একজন শিল্পপতি ও বিএনপি থেকে আওয়ামী লীগে আসা পাবনা পৌরসভার সদ্য সাবেক মেয়র। আর কৃষ্ণপুর-গোবিন্দ বলয়ের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় এমপি, জেলা ও উপজেলা চেয়ারম্যান।
কে হবেন দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এই নিয়ে চায়ের দোকান থেকে শুরু করে প্রতিটি স্থানে চলছে জলপনা-কল্পনা। এই সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে প্রায় ২০ জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। সভাপতি পদে আলোচনায় পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাড. শাসসুল হক টুকু এমপি, মোঃ ইদ্রিস আলী বিশ্বাস, আ.স.ম আব্দুর রহিম পাকন, তৌফিকুল আলম তৌফিক, সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জান বিশ্বাস, আবুল কালাম আজাদ ও মেহজাবিন পিয়া প্রমুখ।
সাধারণ সম্পাদক পদে পাবনা সদর-৫ আসনের সাংসদ ও বর্তমান সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, উপজেলা চেয়ারম্যান উপজেলা সভপতি মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নেতা মোঃ মাজহারুল ইসলাম মানিক, ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, সোহেল হাসান শাহীন প্রমুখ।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল বলেন, ‘দলের পদ-পদবি নিয়ে আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত। বিধিনিষেধের বিষয়টি মাথায় রেখেই আমরা সম্মেলন করছি। লোকসমাগম কম করা হবে। সবাইকে মাস্ক পরে সম্মেলনস্থলে আসার জন্য বলা হয়েছে। কোন সমস্যা হবে না।
অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, সকল নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে সম্মেলনে আসার জন্য বলা হয়েছে। দলের নীতিনির্ধারকেরা দলের প্রয়োজনে এই তারিখ ও সময় নির্ধারণ করেছেন। আশা করছি সকলে স্বাস্থ্যবিধি মেনে সম্মেলনে আসবেন।’
স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি বলেন, ‘তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করার জন্য প্রতিটি জেলাতে সম্মেলন শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় পাবনা জেলা শাখার সম্মেলনের তারিখ নির্ধারণ হয়েছে। করোনা সংক্রমণে আগে যে ভয় ছিল এখন আমরা অনেকাংশে নিরাপদ। সংক্রমনকে ভয় না পেয়ে স্বাস্থ্যবিধি মেনে উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে এবারের সম্মেলনের গুরুত্ব একটু বেশি।
জামান / জামান

নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকার পরিষদ (জিওপি) নেতা লায়ন মো. নূর ইসলাম

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন

গোপালগঞ্জ-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর প্রস্তাব জেলা প্রশাসকের

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত
