ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

বিশ্বকাপে যাওয়ার নিশ্চয়তা দিয়ে আগুয়েরো জানালেন কী হবে দায়িত্ব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-২-২০২২ দুপুর ১২:১৪

সবকিছু ঠিকঠাক থাকলে খেলোয়াড় হিসেবেই সার্জিও আগুয়েরোর যাওয়ার কথা ছিল কাতার বিশ্বকাপে। কিন্তু হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই পরিস্থিতি বদলে গেছে। ফুটবলকেই বলতে হয়েছে বিদায়। এরপর থেকেই আলোচনায়, খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কী করবেন এই আর্জেন্টাইন তারকা?

জোরেশোরে গুঞ্জন ছিল জাতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। আগামী বিশ্বকাপে আগুয়েরোর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় আর্জেন্টিনা, শোনা যাচ্ছিল এমনটি। এবার এর নিশ্চয়তা দিলেন আলবিসেলেস্তেদের হয়ে তিনটি বিশ্বকাপে অংশ নেওয়া আগুয়েরো।  

রেডিও টেনকে তিনি বলেছেন, ‘আমি কাতার বিশ্বকাপে যাচ্ছি। এই সপ্তাহে একটা বৈঠক আছে, আমি সেখানে থাকতে চাই। একটা পরিকল্পনা আছে কোচিং স্টাফের সঙ্গে যোগ দেওয়া নিয়ে। আমি স্ক্যালোনির সঙ্গে কথা বলেছি, তাপিয়ার সঙ্গেও। আমাদের চেষ্টা করে দেখতে হবে, দেখা যাক কী হয়।’

আর্জেন্টিনার না হলেও অন্য দেশের ডাগ-আউটে দেখা যাবে আগুয়েরোকে? তিনি বলছেন, মেসিদের সঙ্গেই থাকতে চান, ‘আমি সেখানে থাকতে চাই, কিন্তু না হলে কী হবে? বাস্তবতা হচ্ছে আমি ছেলেদের সঙ্গে থাকতে চাই, অনুশীলনে যেতে চাই তাদের সঙ্গে। এটা কোনো সমস্যা না। পরিষ্কারভাবেই আমি সেখানে থাকতে চাই, আমি যাচ্ছি। যদি সেটা জাতীয় দলের সঙ্গে নাও হয়, আমি যাবো। কিন্তু আমার তাদের কিছুটা অনুপ্রেরণা দিতেই যাওয়া উচিত।’

আর্জেন্টিনা নতুন শতাব্দীতে কোনো বিশ্বকাপ জিততে পারেনি। ২০১৪ সালে ফাইনালে উঠলেও ফিরতে হয়েছে হতাশ হয়ে। ওই দলের সঙ্গে ছিলেন আগুয়েরোও। তবে এবারের আর্জেন্টিনা অনেক বেশি আত্মবিশ্বাসী, এমনটা মনে হচ্ছে তার। 

তিনি বলেছেন, ‘আমি এখন আর দলের সঙ্গে নেই। কিন্তু যখন কোপা আমেরিকা জিতেছি, দল খুব আত্মবিশ্বাসী ছিল। এটাও খুব গুরুত্বপূর্ণ স্ক্যালোনি একটা দল ইতোমধ্যেই পেয়ে গেছে। অনেকটা গ্রুপের মতো তারা।’

‘এটা খেলাটার কিছু জায়গায় শক্তি দেয়। আপনার তিনটা গ্রুপ ম্যাচ আছে, এরপর নক আউট। স্ক্যালোনির সহকারী কোচ ও খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে যাওয়ার অভিজ্ঞতা আছে। এসব বিষয় অনুপ্রাণিত করবে। আমরা খুব ভালো দল।’

শাফিন / শাফিন

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু