ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

দ্বিতীয়ার্ধে দুরন্ত রিয়াল পেল দারুণ জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-২-২০২২ দুপুর ১২:৫

দুই অর্ধে দুই রকম রিয়াল মাদ্রিদের দেখা মিলল। প্রথমার্ধের নিষ্প্রভ দলটি দ্বিতীয়ার্ধে জ্বলে উঠল। সাম্প্রতিক সময়ে হতাশাজনক পারফরম্যান্স উপহার দেওয়া রিয়াল মাদ্রিদ ফিরে পেল নিজেদের। জয় পেল দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে।

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে লা লিগার ম্যাচটি ৩-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। সময়টা ভীষণ খারাপ যাচ্ছিল রিয়ালের। লা লিগায় ভিয়ারিয়ালের মাঠ থেকে ড্র করে ফিরতে হয় তাদের। এরপর মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মাঠে বাজে পারফরম্যান্সে হেরে বসে ১-০ গোলে।

খেলা মূলত রিয়াল নিজেদের করে নিয়েছে দ্বিতীয়ার্ধে। এই অর্ধে ১৫টি শট নেয় তারা, যার সাতটি ছিল লক্ষ্যে। প্রথমার্ধে লক্ষ্যে শটের সংখ্যা ছিল কেবল দুই। প্রথম মিনিটেই অবশ্য দারুণ সুযোগ এসেছিল রিয়ালের সামনে। ভিনিসিয়াস জুনিয়র বলে ছোঁয়াটা দিয়ে ফেলেন একটু জোরে। 

এরপর প্রথমার্ধে একের পর এক আক্রমণ করলেও কাজের কাজ করতে পারেনি রিয়াল। আলাভেসও পারেনি প্রতিপক্ষের পরীক্ষা নিতে। দ্বিতীয়ার্ধে ৫৫তম মিনিটে ভিনিসিয়াসের শট গোলরক্ষক পা দিয়ে ঠেকান। এরপর বল চলে যায় ডি-বক্সের মুখে বেনজেমার পায়ে। তবে তার শট গোললাইনে ঠেকিয়ে দেন ডিফেন্ডার ফ্লোরিয়ান।

৬৩তম মিনিটে একক প্রচেষ্টায় দলকে এগিয়ে নেন অ্যাসেনসিও। বেনজেমার পাস পেয়ে প্রায় ২২ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করেন তিনি। ৭৬তম মিনিটে বেনজেমার শট পোস্টে লেগে ফেরে। এর চার মিনিট পরই অ্যাসেনসিও-ভিনিসিয়াস ও বেনজেমার দারুণ বোঝাপড়ায় আরও একবার এগিয়ে যায় রিয়ালে।

আলাভেসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বেনজেমা। যোগ করা সময়ের প্রথম মিনিটে রদ্রিগো ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ব্যবধান ৩-০ করেন ফরাসি তারকা।

এমএসএম / এমএসএম

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু