কোপা জিততে এসেছি : প্রথম জয়ের পর আর্জেন্টাইন গোলরক্ষক
উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে বেশ চাপেই ছিল আর্জেন্টিনা ফুটবল দল। বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়া এবং কোপা আমেরিকার প্রথম ম্যাচে চিলির বিপক্ষে জিততে পারেনি তারা। তিনটি ম্যাচই হয়েছিল ড্র। তবে জয় না পেলেও টানা ১৪ ম্যাচ ধরে অপরাজিতই ছিল তারা।
অবশেষে তিন ড্রয়ের পর শনিবার ভোরে ১-০ গোলে জয়ের দেখা পেয়েছে তারা। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির এসিস্ট থেকে গোল করে দলকে জয় এনে দিয়েছেন গুইদো রদ্রিগেজ। আর এ জয়ের পর পুনরায় শিরোপা জেতার লক্ষ্যের কথা মনে করিয়ে দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
উরুগুয়েকে হারানোর পর আর্জেন্টাইন সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলেছেন, ‘আমরা দল হিসেবে জয় পেতে ব্যর্থ হচ্ছিলাম। এ ম্যাচের আগে আমরা ভালো অবস্থায় ছিলাম না। আমরা ভালো খেলছিলাম কিন্তু জয় পাচ্ছিলাম না।’
তিনি আরও যোগ করেন, ‘প্রতিপক্ষ এমন সব গোল করছিল যেখানে আমরা হয়তো রক্ষণভাগে আরও ভালো করতে পারতাম। আজকে আমরা ভালোভাবে রক্ষণ সামলেছি এবং পরে আক্রমণে উঠেছি। সব দিক মিলে একটা দৃঢ়তা ছিল।’
নিজেদের দলের শক্তিমত্তার ওপর আস্থা রেখে কোপা আমেরিকা জয়ের বিশ্বাসের কথা জানালেন এমিলিয়ানো। তার ভাষ্য, ‘আমরা এখানে কোপা জিততে এসেছি। আমরা এই লক্ষ্যপূরণের স্বপ্ন দেখি। আমাদের দলে বিশ্বের সেরা খেলোয়াড়, ভালো একজন কোচ আছেন যিনি প্রতি ম্যাচে দারুণ পরিকল্পনা সাজান। আমাদের স্কোয়াডটা দুর্দান্ত। এখানে সবাই নিজের কাজটা ভালোভাবে শেষ করতে চায়।’
আর্জেন্টিনার শুরুটা ড্র দিয়ে হলেও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল রীতিমতো উড়ছে। প্রথম দুই ম্যাচে ৭ গোল দিয়ে পূর্ণ ৬ পয়েন্ট পেয়েছে স্বাগতিকরা। গ্রুপপর্বে দেখা না হলেও, পরবর্তী রাউন্ডে ব্রাজিলের সঙ্গে ম্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনার।
তবে সামনে যে দলই হোক, কাউকে ভয় পান না জানিয়ে এমিলিয়ানো বলেছেন, ‘আমরা কোনো দলকে ভয় পাই না। সব দলের জন্যই আমাদের শ্রদ্ধা রয়েছে, আমরা ম্যাচ ধরে ধরে এগুচ্ছি। আমার মতে, চিলির বিপক্ষে ম্যাচের চেয়ে আজকে আমাদের পারফরম্যান্স আরও দৃঢ় ছিল। বিশেষ করে রক্ষণভাগে ভালো খেলেছি।’
এমএসএম / এমএসএম
অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ
তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি
সিরিজ বাঁচানোর ম্যাচে ফিরছেন জাকের, একাদশে কারা থাকছেন?
গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
প্রথমবার জাতীয় লিগে চট্টগ্রামের ‘রহস্য’ স্পিনার রুবেল
কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক
শ্রীলঙ্কার কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ
এল ক্লাসিকো জয়ের পরই দুঃসংবাদ দিলো রিয়াল
বৃষ্টি ভাসিয়ে দিল বাংলাদেশ-ভারত ম্যাচ
অ্যাশেজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন অজি তারকা
আরচ্যারি থাকছে জাতীয় স্টেডিয়ামেও