ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

জয় না ইয়াসির, অভিষেক হচ্ছে কার?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-২-২০২২ দুপুর ২:২০

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে অধিনায়ক তামিম ইকবাল একপ্রকার জানিয়েই দিলেন, পাঁচ নম্বর ব্যাটিং পজিশনটা এখনো ফাঁকা আছে। সেখানে দুই ব্যাটসম্যান বেশ ভালোভাবে ভাবনায় আছেন। ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো মাহমুদুল হাসান জয় আর ইয়াসির আলি রাব্বি। দুই জনই পেয়েছেন টেস্ট ক্রিকেটের স্বাদ। তবে ওয়ানডের ক্যাপটা এখনো মাথায় ওঠেনি কারও।

আগামীকাল (বুধবার) চট্টগ্রামে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ দল। বেলা ১১টায় এ ম্যাচ শুরুর আগে জয়-ইয়াসিরের মধ্যে একজন যে ওয়ানডে ফরম্যাটের স্বাদ পেতে চলছেন, সেটি পরিষ্কার করলেন তামিম।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মঙ্গলবার তামিম বলছিলেন, ‘গত ৬ ওয়ানডেতে একজনই তিন নম্বরে ব্যাট করেছে। নম্বর থ্রি নিয়ে আমি বেশি উদ্বিগ্ন নই। নম্বর ফাইভ নিয়ে একটা দুশ্চিন্তা অবশ্যই ছিল। ইয়াসিরকে নেওয়া হয়েছে, জয়কেও নেওয়া হয়েছে। আমাদের হাতে অপশন আছে। এখানে যথার্থ একজনকে পেলে আমাদের জন্য খুবই ভালো। কখনও দ্রুত রান তুলতে হতে পারে, কখনও দ্রুত উইকেট পড়ে গেলে পুরো ইনিংস ধরে রাখতে হতে পারে। ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করছে তাদের আমরা সুযোগ দিচ্ছি।’

সিরিজ শুরুর আগে মঙ্গলবারের অনুশীলন দেখে যে বার্তা পেওয়া গেলে তাতে অভিষেকের পাল্লাটা ভারি ইয়াসিরের দিকেই। এদিন শুরু থেকেই ব্যাটিং অনুশীলনে মনোযোগী ছিলেন ইয়াসির। স্টাফের মনোযোগ ছিল তার দিকেই। জয়কে ৩ ঘণ্টায় অনুশীলন পর্বে স্কিল ট্রেনিংয়ের চেয়ে ফিটনেস নিয়েই বেশ কাজ করতে দেখা যায়। সেই হিসেবে অঙ্ক মেলালে ঘরের মাঠে চট্টগ্রামে টেস্টের পর ওয়ানডে ক্যাপটিও মাথায় উঠছে এই ডানহাতি ব্যাটসম্যানের।

রাব্বির প্রসঙ্গে উঠতে তামিমের জবাব, ‘গত কয়েক বছর ধরে ভালো খেলছে, সুযোগ পেলেই কাজে লাগাচ্ছে। দেখা যাক কে ব্যাট করে। এই দুইজন থেকে কেউ খেললে সে পাঁচে থাকবে, এটুকু বলতে পারি।’

যদিও টেস্ট ওপেন করা জয়ের পক্ষ নিয়েও ব্যাট করলেন তামিম, ‘যখন জয় টেস্টে ওপেন করেছিল, আপনারা বলেছিলেন সে তো মিডল অর্ডার, সে ওপেন করছে কেন? এখন টেস্টে ওপেন করেছে, এখানে বলছেন সে মিডল অর্ডার না, ওপেনার (হাসি)। জয়কে আমি যতটুকু দেখেছি, সে ওয়ানডেতে মিডল অর্ডারেই খেলে। ৩-৪ নম্বরেও ব্যাট করেছে। শীর্ষ তিনে ব্যাট করার সামর্থ্যও তার আছে। যদি টিম ম্যানেজমেন্ট বা আমরা মনে।’

যোগ করেন তামিম, ‘জয় টেস্টে খুব বেশি ওপেন করেনি। স্পিন ও অনেক ভালো খেলে। এই জিনিস মাথায় রেখেই ওকে নিয়েছি। তরুণদের মধ্যে ও অন্যতম যে স্পিন ভালো খেলে।’

জয় নাকি রাব্বি? কার শিকে ছিঁড়ছে তা জানতে বুধবার অব্দি অপেক্ষা করতে হচ্ছে সমর্থকদের।

এমএসএম / এমএসএম

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু