ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

সেই সাংবাদিক এখনও ক্ষমা চাননি তার কাছে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-২-২০২২ দুপুর ১১:৫৬

দল থেকে বাদ পড়ার পর এক সাংবাদিক চেয়েছিলেন সাক্ষাৎকার। ঋদ্ধিমান সাহা দিতে চাননি। তাতে নাকি রীতিমতো হুমকিই দিয়ে বসেছিলেন ওই সাংবাদিক। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি জানান ভারতীয় উইকেটরক্ষক। যদিও জানাননি নাম।

বিসিসিআই ঋদ্ধিমানের কাছে নাম জানতে চাইলেও, সেই নাম তিনি জানাবেন না বলে জানিয়ে দিয়েছেন। ‘কারও ক্ষতি করতে আমি চাই না।’ বলে মন্তব্য করেছেন তিনি। তবে এখনও যে ওই সাংবাদিক ক্ষমা চাননি তার কাছে, সেটাও জানিয়েছেন ঋদ্ধি।

এক সাক্ষাৎকারে ঋদ্ধিমান বলেছেন, ‘সাংবাদিকের মেসেজগুলোয় আমি খুবই কষ্ট পেয়েছি। তবে সেই সাংবাদিক আমার সঙ্গে আর যোগাযোগও করেননি বা এই ঘটনার জন্য ক্ষমাও চাননি। এমন কী দ্বিতীয় কোনও টুইটও করেননি।’

তবে এখনও নাম না জানানোর সিদ্ধান্তে অটল আছেন ঋদ্ধি, ‘আমি আহত এবং বিরক্ত। ভেবেছিলাম, এই ধরনের আচরণ সহ্য করব না এবং চাই না যে কেউ এই ধরনের হুমকির ঘটনার মধ্য দিয়ে যাক। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, জনসাধারণের সামনে এই চ্যাটটি প্রকাশ করব, তবে তার (সাংবাদিকের) নাম নয়। আমি কারও ক্যারিয়ার শেষ করে দেওয়া মতো ক্ষতি করব, এটা আমার স্বভাব নয়। তাই তার পরিবারের দিকে তাকিয়ে মানবতার কারণে, আমি আপাতত নাম প্রকাশ করছি না। তবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে, দ্বিতীয়বার ভাবব না।’

শনিবার রাতে এক সাংবাদিক ঋদ্ধিকে রীতিমতো অসম্মানিত করে কিছু মেসেজ পাঠান। সেই মেসেজে সাংবাদিক লিখেছিলেন, ‘আমার সঙ্গে একটা ইন্টারভিউ করো। (তোমার জন্য) ভালো হবে।’ এক মিনিট পরেই আরও একটি মেসেজ এসেছে। তাতে লেখা হয়, ‘ওরা (বোর্ড) একজন উইকেটকিপার বেছে নিয়েছে, যে সেরা উইকেটকিপার। তুমি ১১ জন সাংবাদিককে বেছে নেওয়ার চেষ্টা করছ, যাঁরা আমার কাছে সেরা নয়। এমন কাউকে বেছে নাও, যে তোমায় সব থেকে বেশি সাহায্য করতে পারবে।’

তবে সেখানেই শেষ হয়নি ‘হুমকি’। এর পর ওই সাংবাদিক ফোনও করেন ঋদ্ধিমানকে। কিন্তু তা ধরেননি তিনি। এর পরই রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওই সাংবাদিক ঋদ্ধিমানকে লেখেন, ‘তুমি ফোন করলে না। আমি কখনও তোমার ইন্টারভিউ নেব না। আমি একেবারেই অপমান মেনে নেই না এবং এটা আমি মনে রাখব। এটা তোমার করা উচিত হয়নি।’

সেই ‘হুমকির’ স্ক্রিনশট পোস্ট করলেও কোনও সাংবাদিকের নাম প্রকাশ করেননি ঋদ্ধি। টুইটারে সেই হোয়্যাটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করে ঋদ্ধি লিখেছেন, ‘ভারতীয় ক্রিকেটের প্রতি আমার যাবতীয় অবদানের পর তথাকথিত শ্রদ্ধেয় সাংবাদিকের থেকে এ রকম বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে। এই পর্যায় নেমে গিয়েছে সাংবাদিকতা।’

এমএসএম / এমএসএম

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু