বাঙলা কলেজ বিজ্ঞান ক্লাবের নতুন কমিটি ঘোষণা

সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের সংগঠন বিজ্ঞান ক্লাবের (জিবিসিএসসি ক্লাব) নতুন কার্যনির্বাহী কমিটি ২০২২-২৩ ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে রয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু রায়হান ওমর ফারুক। একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুর রহিম সাধারণ সম্পাদক হয়েছেন।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সংগঠন সূত্রে এ তথ্য জানা যায়, আগামী এক বছরের জন্য কমিটির অনুমোদন দেয় বাঙলা কলেজ বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা পরিষদ। বিজ্ঞান ক্লাবের প্রধান প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যক্ষ ড. ফেরদৌসী খান পপি এবং সহকারী উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক জাহাঙ্গীর হোসেন।
ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন- উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক সাজেদা বেগম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ কাওছার পপি, প্রাণী বিজ্ঞানের সহকারী অধ্যাপক শারমিন দিল আফরোজ এবং পদার্থ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক কামরুন নাহার।
বাঙলা কলেজ বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বলেন, মানুষের প্রয়োজন থেকে বিজ্ঞানের সৃষ্টি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার মাধ্যমে বিজ্ঞানচর্চাকে এগিয়ে নিতে আমরা বিজ্ঞান ক্লাব গঠন করেছি। বিজ্ঞান ক্লাবের মাধ্যমে নিজেদের বিজ্ঞানের অগ্রযাত্রায় মেলে ধরতে চাই।
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন রসায়ন বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মকিবুল ইসলাম সিয়াম ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইহতি শামুন। যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়েদ ও সাংগঠনিক সম্পাদক সহিদুর রহমান সোহাগ, দপ্তর সম্পাদক শফিক ও সহ-দপ্তর সম্পাদক মো. রাসেল, অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আফসানা, সহ-প্রচার সম্পাদক ফারজানা আক্তার লিমা, জাতীয় সম্পর্ক বিষয়ক সম্পাদক শাওন আহম্মেদ (শুভ্র), প্রজেক্ট সম্পাদক মুত্তাকী বিশ্বাস, সহ-প্রজেক্ট সম্পাদক মো. সেলিম, গবেষণা বিষয়ক সম্পাদক নোমান ইসলাম, সহ-গবেষণা বিষয়ক সম্পাদক মো. সাদিকুর রহমান সজিব, তথ্য ও গণমাধ্যম সম্পাদক সাজরাতুল সাকিব, উচ্চ শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ সিয়াম, সহ-উচ্চ শিক্ষা বিষয়ক সম্পাদক শিশির আহমেদ, উচ্চ মাধ্যমিক দলনেতা মো. সৈকত, অলম্পিয়াড বিষয়ক সম্পাদক মো. আল আমিন।
এমএসএম / জামান

জবি ঊষার সভাপতি নাইম, সম্পাদক লিশা

মৎস বীজ কেন্দ্র অধিগ্রহণ দাবিকে আমি মুগ্ধর দাবি হিসেবে গ্রহণ করছিঃ উপদেষ্টা ফরিদা আখতার

পরীক্ষার ফি কমানোর দাবিতে বার কাউন্সিলে স্মারকলিপি প্রদান

ধর্ষণের সর্বোচ্চ বিচার দাবিতে মধ্যরাতে মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

তিতুমীর কলেজস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ 'হিযবুত তাহেরীর' সাথে সম্পৃক্ততার অভিযোগে কুবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

শিশু ধর্ষণের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

থিসিস লেখায় দক্ষতা বাড়াতে খুবির রিসার্চ সোসাইটির প্রশিক্ষণ

খুবির শহীদ মীর মুগ্ধ তোরণের উদ্ধোধন আগামী রবিবার

নিজ বিভাগ থেকে সভাপতি নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান, প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রতাহার

বার কাউন্সিলের ফি কমানোর দাবিতে জবিতে মানববন্ধন

সাবেক ছাত্রদল ও সাংবাদিক নেতা সুজার শেল্টারে হত্যা মামলার আসামীর ক্যাম্পাসে প্রবেশ

রবিবার থেকে জবিতে অনলাইনে ক্লাস,চলবে পরিক্ষা
Link Copied