ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বাঙলা কলেজ বিজ্ঞান ক্লাবের নতুন কমিটি ঘোষণা


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ২৬-২-২০২২ বিকাল ৬:৪০
সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীদের সংগঠন বিজ্ঞান ক্লাবের (জিবিসিএসসি ক্লাব) নতুন কার্যনির্বাহী কমিটি ২০২২-২৩ ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে রয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু রায়হান ওমর ফারুক। একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুর রহিম সাধারণ সম্পাদক হয়েছেন। 
 
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সংগঠন সূত্রে এ তথ্য জানা যায়, আগামী এক বছরের জন্য কমিটির অনুমোদন দেয় বাঙলা কলেজ বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা পরিষদ। বিজ্ঞান ক্লাবের প্রধান প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যক্ষ ড. ফেরদৌসী খান পপি এবং সহকারী উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক জাহাঙ্গীর হোসেন।
 
ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন-  উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক সাজেদা বেগম, গণিত বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ কাওছার পপি, প্রাণী বিজ্ঞানের সহকারী অধ্যাপক শারমিন দিল আফরোজ ‍এবং পদার্থ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক কামরুন নাহার।
 
বাঙলা কলেজ বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বলেন, মানুষের প্রয়োজন থেকে বিজ্ঞানের সৃষ্টি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার মাধ্যমে বিজ্ঞানচর্চাকে এগিয়ে নিতে আমরা বিজ্ঞান ক্লাব গঠন করেছি। বিজ্ঞান ক্লাবের মাধ্যমে নিজেদের বিজ্ঞানের অগ্রযাত্রায় মেলে ধরতে চাই।
 
এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন রসায়ন বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মকিবুল ইসলাম সিয়াম ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইহতি শামুন। যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়েদ ও সাংগঠনিক সম্পাদক সহিদুর রহমান সোহাগ, দপ্তর সম্পাদক শফিক ও সহ-দপ্তর সম্পাদক মো. রাসেল, অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আফসানা, সহ-প্রচার সম্পাদক ফারজানা আক্তার লিমা, জাতীয় সম্পর্ক বিষয়ক সম্পাদক শাওন আহম্মেদ (শুভ্র), প্রজেক্ট সম্পাদক মুত্তাকী বিশ্বাস, সহ-প্রজেক্ট সম্পাদক মো. সেলিম, গবেষণা বিষয়ক সম্পাদক নোমান ইসলাম, সহ-গবেষণা বিষয়ক সম্পাদক মো. সাদিকুর রহমান সজিব, তথ্য ও গণমাধ্যম সম্পাদক সাজরাতুল সাকিব, উচ্চ শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ সিয়াম, সহ-উচ্চ শিক্ষা বিষয়ক সম্পাদক শিশির আহমেদ, উচ্চ মাধ্যমিক দলনেতা মো. সৈকত, অলম্পিয়াড বিষয়ক সম্পাদক মো. আল আমিন।

এমএসএম / জামান

চাকসুর গঠনতন্ত্রে যোগ হলো এমফিল-পিএইচডি শিক্ষার্থী: পূর্ব সিদ্ধান্ত বদলে বিতর্কে প্রশাসন

জাবিতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর

শেকৃবিতে শিক্ষার্থীদের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে দেয়া হবে ল্যাপটপ

ইউজিসি'র হিট প্রকল্পের গবেষণা ফান্ডে নাম নেই জবির

চবিতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার,মৃত্যু ঘিরে রহস্য

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই ৩৬ কর্ণার উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পবিপ্রবি সাংবাদিক সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যুক্ত হচ্ছে লিখিত ও প্রেজেন্টেশন পরীক্ষা

জুলাইয়ের স্পিরিট নিয়ে কাল আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম ইউটিএল

গবিতে বিতর্ক উৎসব: চার ধারার যুক্তিযুদ্ধ

দাবায় চবির ৯ অনুষদের লড়াই, শেষ হলো ‘চেস ফেস্ট

ইবিতে নিহত সাজিদের শেষ ফোনকল নিয়ে রহস্য