ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

আইপিএল না খেলার সিদ্ধান্ত জেসন রয়ের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-৩-২০২২ দুপুর ১:১১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার জেসন রয়। জৈব সুরক্ষা বলয়ের ধকল থেকে বাঁচতে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।

এবারের আইপিএল নিলাম থেকে ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে তাকে দলে ভেড়ায় গুজরাট টাইটান্স। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন রয়। যদিও তার বিকল্প কে হবেন, এখনও ঠিক করতে পারেনি গুজরাট। 

এ নিয়ে দ্বিতীয়বারের মতো আইপিএল না খেলার সিদ্ধান্ত নিলেন রয়। এর আগে ২০২০ সালে দিল্লি ক্যাপিটালস ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতে রয়কে দলে নেয়। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই আসরে না খেলার সিদ্ধান্ত নেন তিনি। 

আইপিএলের এবারের আসরে খেললে ২৬ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত জৈব সুরক্ষা বলয়ের ভেতরে থাকতে হবে রয়কে। জানুয়ারিতেই দ্বিতীয়বারের মতো বাবা হওয়া ইংলিশ ব্যাটার সেটা চাইছেন না। এখন পর্যন্ত আইপিএলে ১৩ ম্যাচ খেলে ২৯.৯০ গড় ও ১২৯.০১ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি।

কয়েকদিন আগে শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ ফর্মে ছিলেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। এই টুর্নামেন্টেও হয়েছিল জৈব সুরক্ষা বলয়ের ভেতরে। ৫০.৫০ গড় ও ১৭০.২২ স্ট্রাইক রেটে কোয়েট্টা গ্ল্যাডিয়েটরসের হয়ে ৩০৩ রান করেন তিনি।

এমএসএম / এমএসএম

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু