আজও দৌলতদিয়া ঘাটে ৭ কিলোমিটার যানজট

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আজও ওরসফেরত গাড়ির চাপ রয়েছে। এতে ঘাট প্রান্ত থেকে ৭ কিলোমিটার এলাকাজুড়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে। বিশ্ব জাকের মঞ্জিলের ওরসফেরত গাড়ি ও পণ্যবাহী ট্রাকের অতিরিক্ত চাপ থাকায় এই যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বুধবার (২ মার্চ) সকালে দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শত শত যানবাহন রাত থেকেই ফেরি পারের অপেক্ষায় দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দুই কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে নিয়মিত দূরপাল্লার বাসের সারি। এছাড়াও জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ ফায়ার সার্ভিস পর্যন্ত ৪ কিলোমিটার এলাকা পর্যন্ত ছেড়ে গেছে পণ্যবাহী ট্রাকের সারি। এমনকি ঘাট থেকে সাড়ে ১৩ কিলোমিটার পেছনে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে আরও ৩ কিলোমিটার অপচনশীল পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে। এসব পণ্যবাহী ট্রাক রাত থেকেই ফেরি পারের অপেক্ষায় ঘাট এলাকায় ও গোয়ালন্দ মোড় এলাকায় সিরিয়ালে আটকে রয়েছে। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে ট্রাকচালকরা।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের কাছে আটকে থাকা এক ট্রাকচালক জানান, গতকাল বিকেলে এসে দৌলতদিয়া ঘাট এলাকায় সিরিয়ালে আটকে রয়েছি। গোসল, খাওয়া-দাওয়া, টয়লেটের অনেক অসুবিধা হচ্ছে এবং খরচও বেড়ে যাচ্ছে। জাকের মঞ্জিলের ওরসফেরত গাড়ির চাপে এ ভোগান্তি সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন জানান, বিশ্ব জাকের মঞ্জিলের ওরসফেরত গাড়ির চাপ আজও রয়েছে। গতকাল ওরসফেরত গাড়িগুলো অগ্রাধিকারভিত্তিতে পার করায় আজ পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে। বিকেলের পর থেকে ওরসফেরত গাড়ির চাপ কমলে ঘাট এলাকা স্বাভাবিক হবে। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিরিয়ে ১৯টি ফেরি চলাচল করছে।
জামান / জামান

টেকনাফে মহাসড়ক দখল করে রমরমা মাছের ব্যবসা

হরিপুরে ইয়াবা নিয়ে খাদ্য বান্ধব ডিলার সহ আটক দুই

কালীগঞ্জে ১শ ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

ধামইরহাটে মহিলা ডিগ্রি কলেজের পূর্নাঙ্গ কমিটির পরিচিতি সভা

চিতলমারী প্রেসক্লাবের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ

আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে আনোয়ারায় এনসিপির বিক্ষোভ

জুলাই'য়ে আহত অপূর্ব'র করা ১৩৫ আসামির বিরুদ্ধে মামলা এনসিপি'র নয়

শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ডামুড্যা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ভেড়ামারার মূলধারার সাংবাদিক ছাড়াই ডিসি'র মতবিনিময়

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি, জনমনে স্বস্তি

কোনাবাড়িতে মুহাম্মদ আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
