বিনা পারিশ্রমিকে বাবাকে নিয়ে গাইলেন ন্যানসি
গত বছরের ১০ আগস্ট বাবা নাইমুল হককে হারান দেশেন জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি। তার এক বছর যা যেতেই এবার বাবা দিবসকে সামনে রেখে বাবাকে নিয়ে প্রথমবারের গান গাইলেন এই গায়িকা। গানটির শিরোনাম ‘বাবা তোমায় মনে পড়ে’। লিখেছেন আহমেদ রিজভী, সুর ও সংগীতায়োজনে কিশোর দাস।
গত ১৩ জুন গানটির রেকর্ডিং শেষে ১৫ জুন ভিডিওর কাজ সম্পন্ন করা হয়। ভিডিওতে গায়িকা ন্যানসি নিজেই হাজির হয়েছেন। আর এই গান-ভিডিওর জন্য কোনো পারিশ্রমিক নেননি এই তিনি। ভিডিওটি বানিয়েছেন সৈকত রেজা। আগামীকাল ২০ জুন বাবা দিবসে এটি প্রকাশ করবে দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস।
ন্যানসি বলেন, ‘কিছুদিন আগেই আমি বাবাকে হারিয়েছি। তাই বাবাকে নিয়ে কিশোরের পাঠানো এই গানটির ডেমো শুরুতে শুনতে সাহস পাইনি। রাতে পাঠানো ডেমোটি পরদিন সকালে ঘুম ভেঙে শুনি। খুব সুন্দর একটি গান। বাবাকে ঘিরে সন্তানদের স্মৃতিচারণামূলক গানটি আশা করছি সবার ভালো লাগবে।’
উল্লেখ্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশের জনপ্রিয় এই গায়িকা মাকে হারিয়েছেন আরও নয় বছর আগে। বাবা-মাকে ঘিরে তার ভালোবাসাটাও অনেক বেশি। মা কিংবা বাবাকে নিয়ে কোনো গান হলে বিনা পারিশ্রমিকেই গেয়ে দেন তিনি। সেক্ষেত্রে অবশ্য একটিই শর্ত থাকে, গানটির কথা-সুর-সংগীতায়োজন তার মন মতো হতে হবে।
এমএসএম / এমএসএম
বাগদানের আংটি দেখালেন রাশমিকা!
কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি : কুসুম শিকদার
‘খুব পরিপাটি পুরুষ আমার একেবারেই পছন্দ নয়’
অনেক বেশি এক্সাইটেড, টিম ছাড়া কিছু বলতে চাই না : তানজিন তিশা
ওজন কমানোর পরও লজ্জা পেতাম : সোনাক্ষী
রাশমিকা মান্দানার বৃহস্পতি তুঙ্গে
‘রাজনীতি একেবারেই বুঝি না’
ভ্যানগাড়িতে ব্যতিক্রমী প্রচারণায় নায়ক রাসেল মিয়া
বারবার ধাক্কা, বিশ্বসেরা হয়ে প্রতিশোধ কে-পপ গায়িকার!
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
শাহরুখ ছাড়াও ‘কিং’-এর রাজসভার সদস্য যারা
৫২তে পা রাখলেন মৌসুমী,