ইবিতে আইকিউএসির আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'ওবিই কারিকুলাম প্রিপারেশন ফর সোস্যাল সায়েন্স অ্যান্ড ল স্কুল' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে শনিবার (৫ মার্চ) সকালে আইকিউএসির সেমিনার কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ওবিই কারিকুলাম প্রিপারেশন ফর সোস্যাল সায়েন্স অ্যান্ড ল স্কুল বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন বিভাগের প্রফেসর ড. সরওয়ার জাহান।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মনিরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মহববত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান