ঢাকা বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

নির্বাচনী তফসিলকে কেন্দ্র করে ইবি বঙ্গবন্ধু পরিষদের সংবাদ সম্মেলন


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ৫-৩-২০২২ রাত ৯:৩১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের নির্বাচনী তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছে কেন্দ্র ঘোষিত ইবি বঙ্গবন্ধু পরিষদ। শনিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি ইবি বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। এতে কেন্দ্র ঘোষিত বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক নেতাদের নামসহ মোট ২৩০ জন শিক্ষকের নাম উল্লেখ করা হয়। ফলে বিষয়টি নিয়ে তারা আপত্তি প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন কেন্দ্র ঘোষিত বঙ্গবন্ধু পরিষদ। সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিন।

এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাষ্টীয় উন্নয়নের গতিধারা ও বিশ্ব পরিমন্ডলে বাংলাদেশের অর্জনসমূহকে নস্যাৎ ও প্রশ্নবিদ্ধ করার অশুভ উদ্দেশ্য এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ বিনষ্ট করার মানসে ক্যাম্পাস পরিমন্ডলে একটি অনুপ্রবেশকারী ও সুবিধালোভী চক্র অপচেষ্টায় লিপ্ত। চক্রটি ছদ্মনামে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীগণকে বিভ্রান্ত ও আদর্শচ্যুত করতেও তৎপর।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু পরিষদ ইবি শাখা চক্রটির অশুভ ফাঁদে না জড়ানোর জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি অনুপ্রবেশকারী ও সুবিধালোভী মহলকে অশুভ তৎপরতা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।

কেন্দ্র ঘোষিত বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) ও প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন জানান, আমরা তো ওই সংগঠনের সদস্যই না। আমরা ২রা মার্চ তাদের আপত্তি জানানোর নির্ধারিত সময়ের আগেই  সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে এ বিষয়ে আপত্তি জানিয়েছি। এবং তারা কিভাবে এটা করলো জানতে চেয়েছি। এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও অবগত করেছি আমরা।

সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মামুনুর রহমান, অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, অধ্যাপক ড. শাহজাহান মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাচনী তফসিলের সদস্য সহযোগী অধ্যাপক কে. এম. শরফুদ্দিন জানান, আগামী ১৪ মার্চ বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক ইউনিট নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

বাকৃবি রোভার স্কাউট গ্রুপের তিন দিনব্যাপী অ্যাডভেঞ্চার ক্যাম্প সম্পন্ন

র‌্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি শেকৃবি উপাচার্যের

পোষ্য কোটা বহাল রাখার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

জবির ৭০০ শিক্ষার্থীকে আবাসন সুবিধা দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

জবি শিক্ষক সমিতি নির্বাচন বর্জন নীলদলের

চবিতে ডোপ টেস্ট শুরু আগামী ১২ ডিসেম্বর, পজিটিভ আসলেই হলের সিট বাতিল

ইবিতে ২১ মাস পর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চালু

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু

জুলাই গণহত্যা সমর্থন করায় জবি অধ্যাপককে অবাঞ্ছিত ঘোষণা

ইবিতে নব নিযুক্ত প্রো-ভিসিকে সংবর্ধনা দিল আল কোরআন বিভাগ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সিএসআরটি এর আয়োজনে এডভান্স ট্রেনিং অন রিসার্চ ম্যাথোলজি কোর্সের সনদ বিতরণ

ভিসি কোটা বাতিলের দাবিতে জাবিতে মানববন্ধন