ঢাকা বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে প্রশাসক নিয়োগ


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৬-৩-২০২২ দুপুর ৩:১৪

সাতজন পরিচালকের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগসহ আগামী ৪ মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের জন্য নিয়োগপ্রাপ্ত প্রশাসককে নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত ৩ মার্চ মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১-এর পরিচালক (যুগ্ম-সচিব) মো. ওয়াহিদুজ্জামানে স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশটি জারি করা হয়েছে।

এর আগে তদন্ত কমিটি ২০২১-২২ ও ২০২২-২৩ মেয়াদের কমিটি নিয়মতান্ত্রিকভাবে হয়নি উল্লেখ করে কার্যনির্বাহী কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগের মতামত দেয়। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. শফিকুল ইসলাম খানসহ ৭ জন পরিচালক একটি অভিযোগ পাঠান। অভিযোগে বলা হয়, ২০২১-২২ ও ২০২২-২৩ মেয়াদে গঠিত নির্বাহী কমিটি অবৈধ ও কারচুপির মাধ্যমে গঠন করায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব একেএম আলী আহাদ খান পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তদন্ত করে প্রতিবেদন দেন। প্রতিবেদনে বলা হয়, কোম্পানি আইন ও বিধি অনুযায়ী ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়নি। ২০২১-২২ ও ২০২২-২৩ মেয়াদে যে কমিটি নির্বাচিত দেখানো হয়েছে তা সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় অনুমতিও নেয়া হয়নি। কার্যনির্বাহী কমিটির অধিকাংশ সদস্য বিষয়টি অবগত নন। বিগত বছরের কমিটির তালিকা হুবহু তৈরি করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। সে মতামতের ভিত্তিতে বর্তমান কমিটি বাতিল করে বাণিজ্য সংগঠন অধ্যাদেশ-১০-এর ধারা মোতাবেক পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেককে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নিয়োগপ্রাপ্ত প্রশাসক সংগঠনের দৈনন্দিন কার্যক্রমসহ আগামী ৪ মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের আদেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৩ সেপ্টেম্বর ২০২২-২৩ মেয়াদে সভাপতি হিসেবে সাইফুল আলম চৌধুরী স্বপন এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে আলী মুর্তজা বিশ্বাস সনিকে নির্বাচিত করে কমিটি গঠন করা হয়।

পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নিয়োগপ্রাপ্ত প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এ মর্মে একটি আদেশের কপি পেয়েছেন এবং শিগগিরই দায়িত্ব বুঝে নেয়া হবে বলে জানান।

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব আব্দুর রাজ্জাক বিষয়টি শুনেছেন বলে জানালেও পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান কমিটির সভাপতি সাইফুল আলম চৌধুরী স্বপন আদেশের কপি পাননি বলে জানান। পেলে নিয়মতান্ত্রিক পন্থায় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। 

এমএসএম / জামান

‎এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়

শালিখায় ইটভাটার দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইলে জামায়াতের নারী কর্মী লাঞ্ছিত: রাজপথে বিশাল বিক্ষোভ ও মানববন্ধন

আক্কেলপুরে দেশীয় খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা সৈয়দ গ্রেপ্তার

প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন

মোহনগঞ্জে সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: জনসমুদ্রে নির্বাচনি অঙ্গীকারে মুখর সার্কিট হাউজ মাঠ

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যুবকদেরকে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে

টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

চা -শিল্প রক্ষার দাবিতে শ্রীমঙ্গলে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন