রূপপুর আরএনপিপিতে কাজে মনযোগ থাকলেও ইউক্রেন নাগরিকদের মন রয়েছে দেশে

যুদ্ধ চলছে রাশিয়া-ইউক্রেনের মধ্যে। এতে অনেকেই তাদের প্রিয়জনকে হারিয়েছেন। বিশ্ববাসী এ যুদ্ধ নিয়ে চরম উদ্বিঘ্ন। কয়েক হাজার মাইল দূরে বাংলাদেশের ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ওই দুই দেশের বহু নাগরিক নিয়োজিত রয়েছেন। তাই ইউক্রেনের নাগরিকরাও তাদের স্বজনদের নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন। তারা এ প্রকল্পের কাজে নিয়োজিত থাকলেও হৃদয় কাঁদছে স্বজনদের জন্য।
জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে প্রায় ২৫ হাজার কর্মী কর্মরত। এর মধ্যে ৫ হাজার ৪০০ কর্মী রাশিয়াসহ কয়েকটি দেশের। ইউক্রেনেরও ২১০ জন নাগরিক রয়েছেন। তাদের মধ্যে মাত্র ১০-১২ জন কর্মকর্তা পরিবারসহ বসবাস করছেন প্রকল্পের গ্রীণ সিটিতে।
প্রকল্প সূত্রে জানা যায়, ইউক্রেনের কর্মীরা রাশিয়ান পারমাণবিক করপোরেশন রোসাটম কর্তৃক নিয়োগপ্রাপ্ত।
রোববার রূপপুর প্রকল্প এলাকা ও গ্রীণ সিটিতে দেখা গেছে, যুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজে কোনো অসুবিধা হচ্ছে না রাশিয়া-ইউক্রেনের নাগরিকদের। কোনো উত্তেজনাও নেই। কিন্তু যাদের পরিবার-পরিজন ইউক্রেনে রয়েছেন তাদের জন্য দুশ্চিন্তায় রয়েছেন ইউক্রেনের নাগরিকরা।
রূপপুর প্রকল্পে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা- জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক প্রকল্প সংশ্নিষ্ট এক কর্মকর্তা বলেন, এ যুদ্ধে প্রকল্পের কাজে সাময়িক প্রভাব পড়তে পারে, তবে তা দীর্ঘায়িত হবে না। এতে প্রকল্পটির কাজের গতিও বাধাগ্রস্ত হবে না। তবে প্রকল্পের অর্থায়নে সামান্য কিছু বিলম্ব হতে পারে।
ইউক্রেনের এক নাগরিক তার দোভাষীর মাধ্যমে বলেন, আমার দেশে এখন যুদ্ধ চলছে, যা প্রত্যাশিত ছিল না। সেখানে আমার পরিবারের লোকজন কেমন থাকছেন, কিভাবে তাদের অনিশ্চিত জীবন কাটছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন।
দোভাষী শরিফুল আলম ওই ইউক্রেনের নাগরিকের কথা ভাষান্তর করে বলেন, তাদের দেশে যুদ্ধ চললেও এখানে (রূপপুরে) রাশিয়া ও ইউক্রেনের নাগরিকরা একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়েই কাজ করছেন। তাদের মধ্যে কোনো বৈরী সম্পর্ক নেই। তবে দ্রুত যুদ্ধ বন্ধ না হলে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করেন তারা।
রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের প্রভাব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজে পড়বে না।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে রাশিয়া। ১৮টি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজে যুক্ত। তাদের তত্ত্বাবধানে রয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক প্রতিষ্ঠান রোসাটম। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল এ প্রকল্পটি বাস্তবায়নে সরকার ও দায়িত্বশীলরা সতর্ক অবস্থায় রয়েছেন। এরই মধ্যে প্রকল্পটি বাস্তবায়নে দায়িত্ব পালনকারী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে রোসাটম কর্তৃপক্ষের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, পুরো বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে। এখানে ন্যাশনাল স্ট্যান্ডের ব্যাপার আছে।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস বলেন, যুদ্ধের প্রভাব যেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজে না পড়ে সে ব্যাপারে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রাশিয়ায় বাংলাদেশ দূতাবাস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হচ্ছে।
ইতোমধ্যে রোসাটম এক বিবৃতিতে জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি ও কাজের সময়সূচিতে কোনো পরিবর্তন হবে না। এখন পর্যন্ত রূপপুর প্রকল্পের কোনো কাজ বাধাগ্রস্ত হয়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, প্রকল্পের সার্বিক নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে পুলিশ প্রশাসনসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ভিভিআর-প্রযুক্তির রি-অ্যাক্টরের দুটি ইউনিট স্থাপন করা হচ্ছে। দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মাণ হচ্ছে। সরকারের লক্ষ্য অনুযায়ী ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। আর দ্বিতীয় ইউনিট চালুর কথা রয়েছে ২০২৪ সালে। সে লক্ষ্যে দ্রুত কাজ চলছে।
এমএসএম / জামান

চাঁদাবাজির সময় হাতেনাতে ধরা পড়লো কুখ্যাত রাজিব ইসলাম

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কনসালটেশন ওয়ার্কশপ

অভয়নগরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

রায়গঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ডিসি'র স্বাক্ষর জালিয়াতি করেও বহালে অভিযুক্ত অধ্যক্ষ

অন্যের সম্পত্তির উপর প্রভাব বিস্তার করে বিল্ডিং নির্মাণের অভিযোগ

নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন গণঅধিকার পরিষদ (জিওপি) নেতা লায়ন মো. নূর ইসলাম

বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২

হাইমচর মেঘনায় ইলিশ শিকারের দায়ে দুই জেলের কারাদণ্ড

শেরপুরে আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ

ন্যায়বিচার ও মানবিকতায় প্রশংসায় ভাসছেন তানোর থানার (ওসি) আফজাল হোসেন

গোপালগঞ্জ-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর প্রস্তাব জেলা প্রশাসকের
