ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ধোনিকে টপকে গেলেন কোহলী


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৬-২০২১ দুপুর ১০:৫৬

মাহেন্দ্র সিংহ ধোনিকে টপকে গেলেন বিরাট কোহলী। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়লেন তিনি। ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করছেন কোহলী।

শনিবার (১৯ জুন) সাদাম্পটনে ভারতের হয়ে ৬১তম টেস্টে অধিনায়কত্ব করতে নামেন বিরাট কোহলী। তাতেই তিনি ধোনীর রেকর্ড ভাঙ্গেন। ভারতের হয়ে ৬০ টেস্টে অধিনায়কত্ব করেছিলেন ধোনি। ২০১৪-১৫ সালে অস্ট্রেলিয়া সফরে অধিনায়কত্বের দায়িত্ব পান কোহলী।

দায়িত্ব নেওয়ার পর ৩৬টি টেস্ট ম্যাচে জিতেছেন কোহলী, ১৪টি হেরেছেন। ধোনি ৬০টি টেস্টের মধ্যে ২৭টি জিতেছিলেন, হেরেছিলেন ১৮টি। এর মধ্যে ঘরের মাঠে ১১টি টেস্ট সিরিজের সবকটিতেই জিতেন ভারত অধিনাযক। 

প্রসঙ্গত, ৫ বছর ধরে ভারতের টেস্ট দলের অধিনায়ক হিসেবে আছেন কোহলী। শুধু ধোনিকে টপকে যাওয়াই নয়, সেই সঙ্গে এশিয়ার সব অধিনায়কের মধ্যে তিনিই শীর্ষে। এশিয়ার অন্য কোনও দেশের অধিনায়ক এতগুলো ম্যাচে নেতৃত্ব দেননি।

সাউদাম্পটন টেস্টে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৪৬ রান। এর মধ্যে ৪৪ রানে অপরাজিত আছেন অধিনায়ক বিরাট কোহলী। তার সঙ্গে অপর প্রান্তে আঞ্জিকা রাহানের স্কোর ২৯ রান। তবে ৩৪ রানে রহিত শর্মা, সুবমান গিল ২৮ ও পুজারা ৮ রান করে আউট হয়ে যান।

প্রীতি / প্রীতি

এশিয়া কাপের আগে এক টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন গিল

জোড়া গোলে মায়ামিকে ফাইনালে তুললেন মেসি

র‌্যাকেট ভাঙা ও বাজে আচরণে বড় অঙ্কের জরিমানা মেদভেদেভের

এ বছরই ফিরতে পারে স্থগিত হওয়া ভারতীয় লিগ

এশিয়া কাপের আগে দুঃসংবাদ পেলেন লিটন-মিরাজরা

১ বলে ২২ রান, সাকিবদের লিগে অবিশ্বাস্য ঘটনা!

অক্টোবরে এশিয়ার দুই পরাশক্তির বিপক্ষে খেলবে ব্রাজিল

নিজের উন্নতিতে মেসির অবদান জানালেন ডেম্বেলে

১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

বাংলাদেশ সিরিজের ডাচ দলে পরিবর্তন, ডাক পেলেন ১৭ বছরের ব্যাটার

নেইমারকে ছাড়াই সেপ্টেম্বরের দুই ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা

পেনাল্টি মিস করে রেফারিকে ক্ষমা চাইতে বললেন ফার্নান্দেস

বেঙ্গালুরুতে নতুন ভূমিকায় দেখা যাবে ডি ভিলিয়ার্সকে?