ইউনাইটেডকে পাত্তাই দিলো না ম্যানসিটি
ভাগ্যিস সিটি প্রথাগত স্ট্রাইকার নিয়ে খেলে না! নাহয় গত রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে আরও দুর্দশাতেই পড়তে হতো। শেষ দশ মিনিটে ৯২ ভাগ সময় বল পায়ে রেখেছিল দলটি, প্রথাগত স্ট্রাইকার থাকলে হয়তো ব্যবধানটা বাড়তে পারত আরও। তবে গত রাতে যা দেখিয়েছে ম্যানচেস্টার সিটি তাতেই তা নগর প্রতিদ্বন্দ্বিদের হারিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। গত রাতে ম্যানচেস্টার ডার্বিতে দলটি গুণে গুণে ৪ গোল জড়িয়েছে লাল শয়তানদের জালে, তাতে ৪-১ গোলের জয় তুলে নিয়েছে কোচ পেপ গার্দিওলার দল।
ম্যাচের আগেই দুঃসংবাদ পেয়েছিল দুঃসংবাদ, চোট নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো চলে গিয়েছিলেন দলের বাইরে। রোনালদোহীন ইউনাইটেডের ওপর শুরুতেই চড়াও হয় সিটি। গোল তুলে নেয় ম্যাচের পঞ্চম মিনিটেই। বের্নার্ডো সিলভার নিচু ক্রস থেকে গোলটি করেন কেভিন ডি ব্রুইনা।
ইউনাইটেড অবশ্য জবাব দিয়েছিল। ২২ মিনিটে জেডন স্যানচোর গোলে সমতা ফিরিয়েছিল সফরকারীরা। তবে দলটির সেই স্বস্তি টিকতে পারল মাত্র মিনিট ছয়েক। গোল করেন ডি ব্রুইনা। বিরতির আগে ইউনাইটেডকে আরও গোলের হাত থেকে বাঁচিয়েছেন গোলরক্ষক ডেভিড ডি গিয়া।
তবে বিরতির পর আর পারেননি। ইউনাইটেডের ম্যাচে ফেরার আশা শেষ হয় ৬৮ মিনিটে। ডি ব্রুইনার গড়ে দেওয়া বল ইউনাইটেডের জালে জড়ান রিয়াদ মাহরেজ। এরপর ৯০ মিনিটে ব্যক্তিগত জোড়া গোল করে সিটিকে চতুর্থ গোলের দেখা পাইয়ে দেন তিনি।
তাতেই ইউনাইটেডকে ৪ গোলের মালা পরায় সিটি। এই জয়ের ফলে শীর্ষে তাদের অবস্থান আরও যুতসই হলো। বর্তমানে ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে আছে দলটি। দুইয়ে থাকা লিভারপুল একম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট অর্জন করেছে।
এই ম্যাচ হারের ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে রোনালদোদের। বর্তমানে ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম অবস্থানে আছে দলটি। এই অবস্থায় লিগ শেষ করলে আগামী মৌসুমে দলটিকে খেলতে হবে ইউরোপা লিগে।
এমএসএম / এমএসএম
আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ
ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের
ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার
গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি
লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা
তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ
৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল
ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ
বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের
জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির