ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

কথা বলে হালান্ডের দাম বাড়াতে চান না বার্সা সভাপতি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৩-২০২২ দুপুর ১:০

লিওনেল মেসি চলে গেছেন। বার্সেলোনায় দরকার এখন একজন বড় তারকা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এই মৌসুম শেষেই সময়ের আরেক বড় তারকা কিলিয়ান এমবাপেকে আনবে, এই খবর পুরোনো। বার্সেলোনা তার প্রতিদ্বন্দ্বী হিসেবে বরুশিয়া ডর্টমুন্ড থেকে আনতে চায় আর্লিং হালান্ডকে। 

এ নিয়ে নাকি এই তারকার সঙ্গে বৈঠকেও বসেছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ, সেটা হয়েছে মিউনিখে গিয়ে। এমন গুঞ্জনে অবশ্য মুখ খুলতে চাইলেন না ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা। তবে তিনি বলছেন, কথা বলে হালান্ডের দাম বাড়াতে চান না। 

বার্সা টিভিকে লাপোর্তা বলেছেন, ‘আমি কিছু বলতে চাই না কারণ তার দাম বেড়ে যাবে। আমরা নিজেদের সব জায়গাতে শক্তিশালী করার চেষ্টা করছি। এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

‘আমরা খেলার কথা ভেবেই অর্থনৈতিক সিদ্ধান্ত নেবো। সব খেলোয়াড় বার্সেলোনার হয়ে খেলতে চায় কিন্তু আমরা তাদেরই আনবো যারা নিজেদের কাজটা জানে।’

জাভি ও হালান্ডের বৈঠক হয়েছে কি না এ নিয়ে লাপোর্তা বলেন, ‘আমি বিস্তারিত বলব না। কেবল এটুকু বলতে পারি, বর্তমান ও ভবিষ্যৎ দুই ব্যাপারেই আমরা কাজ করে যাচ্ছি। যখন আমরা কোনো ঘোষণা দিতে পারবো, পাবলো তোরের মতো কোনো চুক্তি; আমরা সেটা করব। এর বাইরে কিছু বলতে পারছি না, আমরা শুধু বর্তমান ও ভবিষ্যতের জন্য কাজ করে যাচ্ছি।’

নিজে যে হালান্ডের সঙ্গে কোনো বৈঠকে বসেননি, সেটা স্পষ্ট করেছেন লাপোর্তা, ‘আমি হালান্ডের সঙ্গে কোনো ধরনের আলোচনা করিনি। কোনো ধরনের কথাবার্তা, বেঠক হয়নি। জাভি ও হালান্ড মিউনিখে দেখা করেছে কি না সেটা আমার বিষয় না। কিন্তু আমার মনে হয় দুজন ক্রীড়া ব্যক্তিত্ব খেলা নিয়ে কথা বলতেই পারে।’

এমএসএম / এমএসএম

আল্ট্রাএজে অদ্ভুত দৃশ্য, প্রথম উইকেট নিলো বাংলাদেশ

ফুটবল নিয়ে আসিফের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য, বিসিবিকে চিঠি বাফুফের

ফ্লাইট মিস, ঢাকায় আসতে কিছুটা দেরি হামজার

গার্দিওলার ১০০০তম ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

লেভানডোভস্কির হ্যাটট্রিক, রিয়ালের ড্রয়ের সুযোগ নিলো বার্সা

তামিমের সেঞ্চুরিতে সিরিজ হার এড়াল বাংলাদেশ

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

ইসলামিক গেমসে ভারত্তোলনে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু